ডানা মেলে উড়ল এবার 'ডানা'
২০০৯ সালে প্রথমবার গর্ভবতী হয়েছিল ডানা। কিন্তু সেবার সন্তান সুখ তার ভাগ্যে ছিল না। নানারকম শারীরিক জটিলতার কারণে শুধু ডানাকেই বাঁচানো সম্ভব হয়েছিল। শিশুটিকে বাঁচানো যায়নি। সেবার ডানা শুধু তার সন্তানকেই হারায়নি, হারিয়েছিল মা হওয়ার ক্ষমতাও।
ওয়েব ডেস্ক: ২০০৯ সালে প্রথমবার গর্ভবতী হয়েছিল ডানা। কিন্তু সেবার সন্তান সুখ তার ভাগ্যে ছিল না। নানারকম শারীরিক জটিলতার কারণে শুধু ডানাকেই বাঁচানো সম্ভব হয়েছিল। শিশুটিকে বাঁচানো যায়নি। সেবার ডানা শুধু তার সন্তানকেই হারায়নি, হারিয়েছিল মা হওয়ার ক্ষমতাও। কিন্তু হাল ছাড়েনি সে। টানা দু'বছরের চিকিৎসায় ২০১২-য় ফের মা হতে পারে ডানা। এবং জন্ম দেয় ছোট্ট কিয়ার।
এ ঘটনায় নতুনত্বের কিছুই নেই। আজকাল চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় এমন ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু ডানা অন্যদের থেকে আলাদা কারণ, ডানা কোনও মানুষ নয়, একটি ওরাংওটাং। প্রথমবার ক্যামেরাবন্দী হলো ওরাংওটাংয়ের জন্ম। এবার সত্যিই ডানা 'ডানা' মেলে ওড়া শুরু করল।