প্লেনের ডানার ঝাপটায় ভেঙে পড়ল এয়ারপোর্ট লাগোয়া দু তলা বাড়ি

প্লেনের ডানার ঝাপটায় দু তলা বাড়ি ভেঙে গেল জোহানেসবার্গে, তবে তাতে প্লেনের কোনও ক্ষতি হল না। জো`বার্গে ওআর টাম্বো এয়ারপোর্টে ব্রিটিশ ওয়ারওয়েজের বোয়িং ৭৪৭- (A British Airways Boeing 747 )একটি প্লেন মাটি ছাড়ার কিছু পরেই দুর্ঘটানয় পড়ে। প্লেনের ডানার একটি অংশ এয়ারপোর্ট লাগোয়া একটি দু তলা বাড়িতে ধাক্কা মারে। প্লেনের ডানার ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দু তলা বাড়িটি।

Updated By: Dec 23, 2013, 08:48 PM IST

------------------------------------------
প্লেনের ডানার ঝাপটায় দু তলা বাড়ি ভেঙে গেল জোহানেসবার্গে, তবে তাতে প্লেনের বিশেষ কোনও ক্ষতি হল না। জো`বার্গে ওআর টাম্বো এয়ারপোর্টে ব্রিটিশ ওয়ারওয়েজের বোয়িং ৭৪৭- (A British Airways Boeing 747 )একটি প্লেন মাটি ছাড়ার কিছু পরেই দুর্ঘটানয় পড়ে। প্লেনের ডানার একটি অংশ এয়ারপোর্ট লাগোয়া একটি দু তলা বাড়িতে ধাক্কা মারে। প্লেনের ডানার ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই দু তলা বাড়িটি। (ছবি-দি টেলিগ্রাফ ওয়েবসাইটের সৌজন্যে)।

প্লেনটি অবশ্য দিব্যি উড়তে থাকে আকাশে। তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। কোনও ঝুঁকি না নিয়ে জরুরী ভিত্তিতে মাটিতে ফিরিয়ে আনা হয় প্লেনটিকে। প্লেনটিতে ছিলেন ১৮৯ জন যাত্রী। তবে হতাহতের কোনও খবর নেই।
প্লেনটিকে পরীক্ষা করার পর দেখা যায় দারুণ রকম ক্ষতিগ্রস্থ হয়েছে। বাতিল হয়েছে যায় সফর, যাত্রীদের পাঠিয়ে দেওয়া হয় হোটেল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এক যাত্রী টুইটারে জানান, প্রথমে প্রচণ্ড জোরে একটা শব্দ শোনা যায়, তারপর প্লেনটি নড়ে ওঠে। তবে তখনও নাকি বোঝা যায়নি এতবড় একটা দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার মাঝে আরও একটা খবর জানা গেল সেই টুইটারে। টুইটারে সেই যাত্রী জানালেন, দুর্ঘটনার পর এমার্জেন্সি টাইমে সবার আগের উদ্ধার করা হচ্ছিল প্রথম শ্রেণীর যাত্রীদেরই।

সেই যাত্রীর টুইটটি নিচে দেওয়া হল--

“BA plane crashes into building at J Burg airport. No one injured only the pilot’s pride. Not impressed that first class passengers get off before premium economy during an emergency.”

.