California Shooting: গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, আহত দুই

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র সার্জেন্ট অমর গান্ধীর রিপোর্টে বলা হয়েছে যে গুরুদ্বার চত্বরে দুই জনের মধ্যে একটি মুষ্টিযুদ্ধ শুরু হয়, যেখান থেকেই পরবর্তীকালে গুলি চলে। যখন ঘটনাটি ঘটে তখন গুরুদ্বারটি তার প্রথম নগর কীর্তন শিখ প্যারেড উদযাপন করছিল।

Updated By: Mar 27, 2023, 01:02 PM IST
California Shooting: গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, আহত দুই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে এক বন্দুকধারীর গুলিতে দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাঁদের প্রাণহানির আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে রবিবার বিকেলে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ (সোমবার ভারতীয় সময় রাত তিনটে) গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চালানো হয়। বিকাল ৩.৩০ মিনিটে পুলিস আধিকারিকদেরকে দেখা যায় দুজন লোককে তুলে নিয়ে যেতে দেখা যায়। যদিও গুলি করার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র সার্জেন্ট অমর গান্ধীর রিপোর্টে বলা হয়েছে যে গুরুদ্বার চত্বরে দুই জনের মধ্যে একটি মুষ্টিযুদ্ধ শুরু হয়, যেখান থেকেই পরবর্তীকালে গুলি চলে। যখন ঘটনাটি ঘটে তখন গুরুদ্বারটি তার প্রথম নগর কীর্তন শিখ প্যারেড উদযাপন করছিল।

 

আরও পড়ুন: Nepal: মুখোমুখি সংঘর্ষ থেকে একটুর জন্য বাঁচল নেপাল এয়ারলাইন্স আর Air India-র দুই বিমান...

সার্জেন্ট গান্ধী বলেছিলেন যে মুষ্টিযুদ্ধের পরে, একজন লোক অন্যজনের বন্ধুকে গুলি করেছিল। তিনি আরও বলেন যে লড়াইয়ের সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তি তারপর প্রথম ব্যক্তির উপর গুলি চালায় এবং পালিয়ে যায়। তিনি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অন্য কোনও সমস্যা নেই।

 

ব্র্যাডশ শিখ সোসাইটি, ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছে এবং বলেছে যে অপরাধীরা প্যারেডের অংশ ছিল না এবং প্যারেড চলে যাওয়ার কয়েক ঘন্টা পরে তারা সেখানে আসে।

আরও পড়ুন: Washington: এবার ভারতীয় সাংবাদিকের উপর খালিস্তানিদের হামলা! চলল গালিগালাজ, লাঠিপেটাও...

ফেসবুকে একটি বিবৃতিতে, সোসাইটি জানিয়েছে, ‘ব্র্যাডশ শিখ সোসাইটি অঞ্চলের হাজার হাজার সমবেতদের সঙ্গে তার প্রথম শিখ প্যারেডের আয়োজন করেছিল। প্যারেড ছিল শান্তিপূর্ণ এবং বিশ্বাসের উদযাপন। এটা দুঃখজনক যে কিছু বিপথগামী লোক একটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানকে নষ্ট করার চেষ্টা করেছে। প্যারেড চলাকালীন গুরুদ্বারে গুলি চালানোর ঘটনা ঘটে। আমরা আশা করি অপরাধী(দের) আইনের হিসেবে পূর্ণাঙ্গ শাস্তি পাবে। তারা প্যারেডের অংশ ছিল না এবং কয়েক ঘন্টা আগে প্যারেড চলে যাওয়ার পরে তারা উপস্থিত হয়েছিল। এই হিংসার প্রদর্শন আমাদের শিখ ধর্মের বিরুদ্ধে। আমরা যেকোনও অসুবিধার জন্য দুঃখিত। আমরা একসঙ্গে শক্তিশালী।‘

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.