যুদ্ধবিরতিতে আপাত শান্তি গাজায়
হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।
হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পর আপাতত শান্ত গাজা ভূখন্ড। আটদিন লাগাতার বিমান ও রকেট হামলার পর গতকাল বিকেলে মিশরের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় ইজরায়েল ও গাজার হামাস গোষ্টী। কায়রোতে এই চুক্তির কথা ঘোষণা করেন মিশরের বিদেশ মন্ত্রী মহম্মদ কামেল আমর।
মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলেন ইজরাইলি প্রধানমন্ত্রী নেতানয়াহু। তিনি জানান যুদ্ধবিরতি চুক্তিকে অবশ্যই একটা সুযোগ দিতে তাঁরা রাজি। এরপরই যুদ্ধবিরতির পথ অনেকটা সুগম হয়ে যায়। আরবলীগ, কাতার, টার্কি এবং রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকেও ইজরাইলের সঙ্গে গাজার সংঘর্ষ বিরতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে।
সংঘর্ষ বিরতির খবর ছড়িয়ে পড়তেই উত্সবে মেতে ওঠেন গাজা ভূখণ্ডের মানুষ। রামাল্লা রাস্তায় রাস্তায় চলে মিষ্টি বিতরণ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিরতির চুক্তিকে ইজরায়েলের বিরুদ্ধে নিজেদের জয় বলে দাবি করেছে হামাস নেতৃত্ব।গত আটদিনে গাজা ভূখণ্ডের ওপর ইজরায়েলের লাগাতার বিমান ও রকেট হানায় ১৬৭ জনের মৃত্যু হয়েছে যার একটা বড় অংশই শিশু ও মহিলা।