China: টাকা বাঁচাতে বাড়ি ছেড়ে স্থায়ীভাবে হোটেল স্যুটে পরিবার!

২২৯ দিন ধরে হোটেলে বসবাস করছেন তাঁরা। দুটি বেডরুম ও একটি বড় বসার ঘর যুক্ত ওই বিলাসবহুল স্যুটের প্রতিদিনের ভাড়া ১০০০ ইউয়ান।

Updated By: Jan 19, 2024, 06:16 PM IST
China: টাকা বাঁচাতে বাড়ি ছেড়ে স্থায়ীভাবে হোটেল স্যুটে পরিবার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খরচ বাঁচাতে বাড়ি ছেড়ে স্থায়ীভাবে বিলাসবহুল হোটেল স্যুটে চলে গেল একটি চিনা পরিবার। কারণ এটি কোনও বাড়ি ভাড়া নেওয়া বা বাড়ির মালিকানার চেয়ে সস্তা। আর সুবিধাজনকও বটে। তাই এমন সিদ্ধান্ত পরিবারের। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

আট জনের পরিবার। চিনের হেনান প্রদেশের নানিয়াং-এ একটি বিলাসবহুল হোটেলে বিগত ২২৯ দিন ধরে বসবাস করছেন তাঁরা। শিগগিরই হোটেল স্যুট থেকে চলে যাওয়ার কোনও পরিকল্পনাও নেই তাঁদের। দুটি বেডরুম ও একটি বড় বসার ঘর সহ একটি বিলাসবহুল স্যুট ভাড়া করেছে ওই পরিবারটি। এর জন্য প্রতিদিন ১০০০ ইউয়ান গুনতে হচ্ছে ওই পরিবারকে। এখন শোনা যাচ্ছে, ওই পরিবার অনির্দিষ্টকালের জন্যই হোটেলে থাকার পরিকল্পনা করেছে। কারণ ওই বিলাসবহুল স্যুটের দৈনিক ভাড়ার মধ্যেই বিদ্যুতের বিল, হিটারের বিল, জলের বিল এবং পার্কিং ফি অন্তর্ভুক্ত রয়েছে। 

ওই পরিবার স্পষ্টত-ই দাবি করেছে যে, তারা আসলে হোটেলে বসবাস করে অর্থ সাশ্রয় করে। টাকা বাঁচায়। সেইসঙ্গে কোনও চিন্তা-ভাবনাহীন ভাবে থাকতে পারেন তাঁরা। তাই তাদের জীবন অনেক বেশি আরামদায়কও। তাঁরা বলছে, "আমরা হোটেলে থেকে আনন্দ বোধ করি। তাই আমরা আমাদের বাকি জীবন একটি হোটেলে থাকারই পরিকল্পনা করেছি। রুমের ভাড়া প্রতিদিন ১০০০ ইউয়ান করে। আমাদের আট সদস্যের পরিবার এই স্যুটে খুব ভালোভাবেই থাকতে পারে। আমরা কখনওই ভাবিনি যে এভাবে জীবনযাপন করলে তা টাকা বাঁচাতে সাহায্য করবে। আমাদের শুধু এটাই মনে হয়েছিল যে কোনও ঝক্কিহীন এটা বেশ সুবিধাজনক।"

যদিও জানা গিয়েছে, ওই পরিবারের আর্থিক অবস্থা ভালোই। কমপক্ষে তারা ৬টি সম্পত্তির মালিক। কিন্তু তারা বাড়িঘর ছেড়ে ২০০ দিনের বেশি হোটেলেই রয়েছেন। আর ভবিষ্যতেও তাঁরা হোটেলেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই চিনা পরিবারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সবাই তাজ্জব বনে গিয়েছে ওই চিনা পরিবারের এহেন সিদ্ধান্তে।

আরও পড়ুন, SpiceJet: লকে সমস্যা, ১ ঘণ্টারও বেশি বিমানের টয়লেটেই আটকে পড়লেন যাত্রী! তারপর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.