Students To Sign Suicide Disclaimer: পড়ুয়ারা আত্মহত্যা করলে কোনওভাবেই দায়ী থাকবে না কর্তৃপক্ষ! ছাত্রদের দিয়ে লিখিয়ে নিচ্ছে স্কুল...
Chinese School Asks Students To Sign Suicide Disclaimer: চিনের এক স্কুলে প্রতিবাদের ঝড়। পড়ুয়ারা আত্মহত্যা করলে স্কুল কর্তৃপক্ষ কোনওভাবেই দায়ী থাকবে না! প্রতিবাদের ঝড় সোশ্যাল মিডিয়াতেও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পড়ুয়ারা আত্মহত্যা করলে স্কুল কর্তৃপক্ষ কোনওভাবেই দায়ী থাকবে না! এই মর্মে তারা লিখিয়েও নিচ্ছে পড়ুয়াদের দিয়ে। চিনের এক মাধ্যমিক স্কুলে এই নিয়ে প্রতিবাদের ঝড়। চিনের দক্ষিণ গুয়ানডং প্রভিন্সের উহুয়াতে অবস্থিত শুইঝাই মিডল স্কুলের কর্তৃপক্ষের এই কাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ একাংশ। তাঁরা এর প্রতিবাদও করেছেন। সমাজমাধ্যমে বহুল ভাবে প্রচারিত এই খবরটি বিপুল সমালোচনা ডেকে এনেছে। চিনের স্থানীয় শিক্ষা দফতর বিষয়টি খোঁজ নিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
কিন্তু কেন করল স্কুল কর্তৃপক্ষ এরকম? ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর স্কুলে 'চেরিসিং লাইফ' নিয়ে আলোচনা হচ্ছিল। আর তখনই আলোচনাশেষে ছাত্রদের বলা হয়, তাদের এই ডিসক্লেইমারে স্বাক্ষর করতে হবে।
এটা আদতে একটি কমিটমেন্ট লেটার ছিল। দীর্ঘ তার বয়ান। সেই বয়ান শুরু হচ্ছে এভাবে-- 'আমি প্রতিজ্ঞা করছি: আমি সব সময় জীবনকে উপভোগ করব। জীবনকে শ্রদ্ধা করব। কোনও কারণেই হাল ছাড়ব না। বরং আমি কঠোর পরিশ্রম করব, সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়ব এবং আগাগোড়া ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাব'। আর এর পরই আসছে সেই সব চেয়ে বিতর্কিত অংশ, সেখানে আছে --- 'যদি আমি আত্মহত্যা করি বা নিজের কোনও ক্ষতি করে ফেলি, তাহলে সেজন্য স্কুল কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী থাকবে না (If I commit the action of self-injuring or suicide, it has nothing to do with the school)'-- এই বাক্যটি, যেটি সমস্ত বিতর্কের জন্ম দিয়েছে!
শিক্ষা দফতরের তরফে স্কুলকে ওই কমিটমেন্ট লেটারটি উইথড্র করে নেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, ওই কমিটমেন্টগুলিকে স্কুল যেন 'ইনভ্যালিড' তকমা দিয়ে দেয়! নেটপাড়াতেও চরম সমালোচিত হয়েছে স্কুলটি। এক নেটনাগরিক বলেছেন, স্কুলটি নৈতিকতার সমস্ত সীমা অতিক্রম করেছে!
...
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)