Bangladesh: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড! চট্টগ্রামে প্রাণ গেল ২ জনের...
Bangladesh Fire: ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগার খবর পান। আগুনে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
![Bangladesh: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড! চট্টগ্রামে প্রাণ গেল ২ জনের... Bangladesh: বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড! চট্টগ্রামে প্রাণ গেল ২ জনের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520372-bangladesh-fire.png)
সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রাম জেলার কোতোয়ালি বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে সওদাগর কলোনির বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আহত মোট পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, চট্টগ্রাম জেলার বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির পাঁচ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতবাড়িতে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: এ এক মহাবিস্ময়! ১৩০ কোটি আলোকবর্ষ জুড়ে এর বিস্তার, মিল্কিওয়ের ১৩ হাজার গুণ বড়...
তিনি আরও জানান, আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তারের (৪৫)। এছাড়া মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তারকে (২৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ টেলিফোনে জানান, হতাহতদের শরীর পুড়ে যায়নি। তবে ধোঁয়ায় তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এছাড়া দুইজনকে মৃত অবস্থায় আনা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)