বাইরের বিমান থেকে হামলা চালানো হয়েছিল MH 17-এ

মালেশিয় এয়ারলাইন্সের দুর্ঘটনাগ্রস্ত বিমান MH17-র তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার তদন্তকারীদের মতে বাইরের কোনও বিমান থেকে ছোঁড়া অতি ভারি  বস্তুর আঘাতে ভেঙে পরে MH 17 বিমানটি।

Updated By: Sep 9, 2014, 02:43 PM IST
বাইরের বিমান থেকে হামলা চালানো হয়েছিল MH 17-এ

ইউক্রেন: মালেশিয় এয়ারলাইন্সের দুর্ঘটনাগ্রস্ত বিমান MH17-র তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনার তদন্তকারীদের মতে বাইরের কোনও বিমান থেকে ছোঁড়া অতি ভারি  বস্তুর আঘাতে ভেঙে পরে MH 17 বিমানটি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল ইউক্রেনের কাছে দুর্ঘটনার মুখে পরা বিমানটিকে জঙ্গিরা মিসাইল হামলার সাহায্যে নামিয়েছে।  তবে নতুন তথ্যে বিমান দুর্ঘটনার আসল কারণ বিস্তারে জানা যাবে বলে মনে করছে তদন্ত করছে তদন্তকারীরা।

গত ১৭ জুলাই বোইং 777 বিমানটিতে ইউক্রেনের কাছে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ২৯৮ জন যাত্রীর মৃত্যু হয়।  

 

.