সিপ্রাসকে কমরেড সম্বোধন করে গ্রিসের সাহসী পদক্ষেপকে শুভেচ্ছা জানালেন ফিদেল
স্বাধীনতার স্বাদ যে পেয়েছেন, সেই বোঝেন সত্যিকারের স্বাধীনতার মানে। বর্ষীয়ান কিউবা নেতা ফিদেল কাস্ত্রোর গ্রিসকে লেখা খোলা চিঠিই হয়ত বুঝিয়ে দেবে এই কথার সারমর্ম। গ্রিসের প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখে শুভেচ্ছা বার্তা পাঠান 'না' ভোট দিয়ে তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য।
গ্রিসের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ঋণদাতাদের 'ত্রাণ-ফাঁদে' পা না দিয়ে ভবিষ্যতে গ্রিসবাসীকে নতুন স্বপ্ন দেখানোর সিপ্রাসের আন্তরিক প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ফিদেল কাস্ত্রো। এখন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দারিদ্র দেশগুলির কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে গ্রিস। বিশ্ব রাজনীতিতে দারিদ্র দেশগুলি বারংবার পদস্খলন হয়েছে, ইতিহাস সাক্ষী। সেইদিকে ইউরোজোনের 'মহাজন দেশদে'র চোখরাঙানি পাত্তা না দিয়ে গ্রিস 'একলা চলো' নীতি নিয়েছে। এই জন্য গ্রিসের প্রধানমন্ত্রীকে শেষে কমরেড (compañero) সম্বোধন করে সাফল্যের শুভেচ্ছা বার্তা জানান কাস্ত্রো।
Fidel Castro writes to PM Tsipras: Greek bravery "has won admiration across Latin America" #Greece #Cuba pic.twitter.com/WuzZXiPzKO
— Derek Gatopoulos (@dgatopoulos) July 6, 2015
Hon. Mr. Alexis Tsipras Prime Minister of Greece: I warmly congratulate you for your brilliant political victory, details of which I followed closely through the channel TeleSur. Greece is very familiar among Cubans. She taught us Philosophy, Art and Sciences of antiquity when we studied at school and, with them, the most complex of all human activities: the art and science of politics. Your country, especially your courage in the current situation, arouses admiration among the Latin American and Caribbean peoples of this hemisphere on witnessing how Greece, against external aggression, defends its identity and culture. Nor do they forget that a year after Hitler's attack on Poland, Mussolini ordered his troops to invade Greece, and that brave country repelled the attack and drove back the invaders, forcing the deployment of German armored units towards Greece, diverting them from the initial target. Cuba knows of the bravery and the fighting capacity of the Russian troops, which, together with the forces of their powerful ally the People's Republic of China, and other nations of the Middle East and Asia, always try to avoid war, but would never allow for any military aggression without an overwhelming and devastating response. In the current political situation of the world, where peace and the survival of our species hangs by a thread, every decision, more than ever, must be carefully thought-out and applied, so that no one may doubt the honesty and seriousness with which many of the most responsible and serious leaders struggle today to confront the calamities that threaten the world. We wish you, esteemed compañero Alexis Tsipras, the greatest of success. Fraternally, Fidel Castro Ruz 5 July, 2015 8:12 p.m. |