Drug Quality Test: আরও ৫১ ওষুধ নিম্নমানের! প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক কী নেই?

Substandard Drugs: এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানালো হল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির তরফ থেকে। এর আগে বোর্ড বলেছিল, প্রায় ৪৪ রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে।

Updated By: Jan 24, 2025, 12:57 PM IST
Drug Quality Test: আরও ৫১ ওষুধ নিম্নমানের! প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক কী নেই?
প্রতীকী ছবি

অয়ন শর্মা: এর আগে ৪৪টি ওষুধ, নিম্নমানের বলে বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাব। এবার আরও ৫১টি ওষুধকে নিম্নমানের বলে জানালো হল সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরির তরফ থেকে। এর পাশাপাশি রাজ্যের টেস্টিং ক্লাবের তরফ থেকে ৮৪ টি ওষুধকে, নিম্নমানের বলে (NOT STANADARD QUALITY) জানানো হয়েছে। আর এই নিম্নমানের ওষুধ গুলির মধ্যে রয়েছে- গ্যাস, প্যারাসিটামল, হার্ট, অ্যান্টিবায়োটিক, প্রসূতি, স্নায়ু, বদহজম, ডায়ারিয়া চিকিৎসকার জন্য জরুরি ওষুধ।

আরও পড়ুন, Guillain–Barre Syndrome: ৭ দিনেই আক্রান্ত ২২! হতে পারে মৃত্যুও! বিরল স্নায়ুরোগের খুব সাধারণ উপসর্গগুলি চিনে নিন...

সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সম্প্রতি বলা হয়, প্রায় ৪৪ রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এসব ওষুধ শরীরে গেলে, রোগীদের কোনও উপকারই হবে না। যার মধ্যে তালিকায় ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওজোমেট পিজি-2, আলসারের চিকিৎসার জন্য ব্যবহৃত সুক্রালপেট ইউএসপি, গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত অ্য়াসপিরিন-সহ একাধিক ওষুধের নাম রয়েছে ৷ ওষুধগুলির কারখানা রয়েছে হিমাচল প্রদেশ, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও গুজরাতে ৷

সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ওষুধগুলির উপাদানের মধ্য়ে ভেজাল মেশানো রয়েছে। ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, নভেম্বরে যে নমুনা পরীক্ষা হয়েছিল, তার রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। এমনকী সিডিএসসিও-র প্রতিমাসের পোর্টালে 'নন-স্ট্যান্ডার্ড' বা গুণগতভাবে নিম্নমানের ওষুধের একটি তালিকা প্রকাশ করা হয়৷ প্রসঙ্গত, দেশের বিভিন্ন সংস্থার তৈরি মোট 111টি ওষুধকে আগেই নিম্নমানের তকমা দিয়েছে কেন্দ্র ও রাজ্যের ওষুধ ল্যাবোরেটরি ৷ 

আরও পড়ুন, Protein Powder: শরীর বানাতে গ্লাসে ঢালছেন প্রোটিন পাউডার? মারাত্মক বিষ, বলছে রিপোর্ট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.