আমেরিকার ক্ষমতা থাকলে আমায় ধরুক : হাফিজ
তাঁর মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কী? মার্কিন চোখ রাঙানিকে কার্যত উড়িয়ে দিয়ে ওবামা প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মুম্বই সন্ত্রাসের মূলচক্রী হাফিজ মহম্মদ সইদ।
তাঁর মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে কী? মার্কিন চোখ রাঙানিকে কার্যত উড়িয়ে দিয়ে ওবামা প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ করলেন মুম্বই সন্ত্রাসের মূলচক্রী হাফিজ মহম্মদ সইদ।
পাক ভূখণ্ডের রাওয়ালপিন্ডিতে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে সইদের বক্তব্য, আমেরিকার ক্ষমতা থাকলে তাঁকে ধরুক। তিনি বলেন, ``এই তো আমি। কাল আমি লাহোরে থাকব। আমেরিকা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমেরিকা এমন একজনের মাথার দাম ঘোষণা করেছে, যার ঠিকানা সবাই জানে। আমেরিকার উচিত আমাকে পুরস্কৃত করা।`` প্রসঙ্গত, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা`রপ্রতিষ্ঠাতা ও নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়া`র প্রধান হাফিজের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষিত হওয়ার পর পাকিস্তানে দাঁড়িয়ে একাধিক জমায়েতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন হাফিজ। এমনকি একটি টিভি চ্যানেলেও বক্তব্য রেখেছেন তিনি।
বিভিন্ন জঙ্গীহানার ষড়যন্ত্র এবং প্রত্যক্ষ মদত দেওয়ার জন্য লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়াকে অনেক আগেই কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন প্রশাসন। মুম্বই হানার পর ভারত হাফিজ সইদকে `মোস্ট-ওয়ান্টেড` ঘোষণা করে। ২০০৮-এ ২৬ নভেম্বর মুম্বই নগরীতে পরপর ১১টি নাশকতামূলক হামলা হয়। এই হামলায় ৬ মার্কিন পর্যটকসহ মোট ১৬৬জন নিহত হন।