ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম

রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছিলেন। প্রার্থী হয়েছিলেন বগুড়া-৪ নম্বর কেন্দ্র থেকে।

Updated By: Dec 31, 2018, 09:46 AM IST
ভোটের ময়দানে হিরোগিরি দেখাতে ব্যর্থ হিরো আলম

নিজস্ব প্রতিবেদন: হিরো আলম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। যার নাকি বিশাল ফ্যান ফলোয়িং। অথচ ভোটের ময়দানে তাঁর সেই জনপ্রিয়তা কোনও কাজেই এল না। উলটে ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত হলেন তিনি।

আরও পড়ুন: মিটল বাংলাদেশের ভোটপর্ব, আঁটোসাঁটো নিরাপত্তা সত্ত্বেও হিংসার বলি ১২, শুরু হয়েছে গণনা

রবিবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল। সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নেমেছিলেন। প্রার্থী হয়েছিলেন বগুড়া-৪ নম্বর কেন্দ্র থেকে।

ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল গোহারান হেরেছেন হিরো আলম। পেয়েছেন মাত্র ৬৩৮টি ভোট। ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ লক্ষ ১২ হাজার ৮১। সেই তুলনায় হিরো আলম যে সামান্য ভোট পেয়েছেন, তা বলাই যায়।

আরও পড়ুন: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পথে আওয়ামী লিগ মহাজোট, গোপালগঞ্জ-৩ থেকে জয়ী হাসিনা, খাতা খুলেছে বিএনপি 

বগুড়া-৪ কেন্দ্রে জিতেছেন বিএনপির মোশারফ হোসেন। দ্বিতীয় আওয়ামী লিগ। তবে পুরোটাই বেসরকারিভাবে জানা গিয়েছে। এখনও নির্বাচনের ফলাফল নিয়ে কোনও সরকারি ঘোযণা হয়নি।

প্রসঙ্গত, হিরো আলম নির্বাচনী লড়াইয়ে নামবেন, এই খবর সামনে আসার পর থেকেই মারাত্মক চাঞ্চল্য তৈরি হয়েছিল। তা আরও বাড়ে যখন হিরো আলমের মনোনয়ন বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লিগ, ফের সরকার গঠনের পথে হাসিনা

এই পরিস্থিতিতে হাল না ছেড়ে আদালতে যান ওই অভিনেতা। পরে আদালতের নির্দেশে ভোটের লড়াইয়ে নামেন। কিন্তু রবিবার দুপুরের দিকে তিনি ভোটে সন্ত্রাসের অভিযোগ তোলেন। ভোট বয়কটেরও ঘোষণা করেন। তার পরই জানা গেল এই ফল।

.