Imran Khan: স্লো পয়জনিং করে মেরে ফেলা হবে ইমরানকে?

Slow Poisoning Imran Khan: ইসলামাবাদ পুলিস লাইনে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে বিশেষ আদালত। যেটিকে 'অ্যাকাউন্টেবিলিটি কোর্ট' বলা হচ্ছে। এখানেই বুধবার ইমরান আশঙ্কা প্রকাশ করেন এই বলে যে, তাঁকে স্লো পয়জনিং করে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে!

Updated By: May 11, 2023, 01:05 PM IST
Imran Khan: স্লো পয়জনিং করে মেরে ফেলা হবে ইমরানকে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিষপ্রয়োগে হত্যা করা হবে ইমরান খানকে? অন্তত তেমনই আশঙ্কা খোদ ইমরানেরই। গ্রেফতার হওয়ার পরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে। বুধবার ইসলামাবাদ পুলিস লাইনে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালত, যেটিকে 'অ্যাকাউন্টেবিলিটি কোর্ট' বলা হচ্ছে, সেখানেই ইমরান খান তাঁর উপর এই 'স্লো পয়জনিংয়ে'র আশঙ্কার কথা প্রকাশ করেন। 

আরও পড়ুন: Oman: প্রাগৈতিহাসিক! ৭ হাজার বছর ধরে হাঁ করে আছে রাশীকৃত কঙ্কাল! আতঙ্ক?

 
বুধবার পাকিস্তান 'তেহরিক-ই-ইনসাফ' (পিটিআই) দলের প্রধান ইমরান 'অ্যাকাউন্টেবিলিটি' আদালতে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয়, যাতে ধীরে ধীরে ব্যক্তির মৃত্যু ঘটে। এই প্রেক্ষিতে ইমরান আদালতকে এ-ও জানান, তাঁর ব্যক্তিগত চিকিৎসক ফয়জল সুলতানের কাছ থেকেই তিনি চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নিতে চান।
 
 
গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। গত বছরের নভেম্বরে 'হত্যার উদ্দেশ্যে' ইমরান খানের উপর হামলা হয় বলে অভিযোগ ছিল। হামলার পিছনে একজন সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ইমরান। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছিল সংশ্লিষ্ট সব তরফেই।
 

আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। আর গতকাল, বুধবার তাঁকে ইসলামাবাদ পুলিস লাইনে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়েছিল। এই আদালতে তাঁকে হাজির করে ১৪ দিনের রিমান্ড চায় ন্যাব তথা 'ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো'। তবে আদালত তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 
.