India Slammed Pakistan: রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত! উঠে এল জম্মু-কাশ্মীর, লাদাখের প্রসঙ্গও...

India Slammed Pakistan: পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত। ভারত এবার স্পষ্ট করে বলল-- পাকিস্তানে কোনও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীনভাবে বসবাস করতে পারে না বা সেখানে নিজেদের ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারে না! কী বলল পাকিস্তান?

Updated By: Mar 4, 2023, 04:16 PM IST
India Slammed Pakistan: রাষ্ট্রসংঘে পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত! উঠে এল জম্মু-কাশ্মীর, লাদাখের প্রসঙ্গও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের কড়া সমালোচনা করল ভারত। ভারত এবার স্পষ্ট করে বলে দিল-- পাকিস্তানে কোনও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় স্বাধীনভাবে বসবাস করতে পারে না বা সেখানে নিজেদের ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারে না! পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে এভাবেই সুর চড়ালেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি সীমা পূজানি। তা ছাড়া, ভারত প্রসঙ্গে রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি হিনা রব্বানি খর যে মন্তব্য করেছিলেন তারও কড়া জবাব দিলেন তিনি। সীমা পাকিস্তানকে একটু ঠেস মেরে বলেন-- সেদেশের নাগরিকরা যেখানে বেঁচে থাকার জন্য লড়াই করছেন, এদিকে তখনও পাকিস্তান সেই ভারতের পিছনেই পড়ে রয়েছে!

আরও পড়ুন: Indonesia: তেলের ডিপোয় আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু, আহত ৫০...

এক ভিডিয়ো বার্তায় ভারতের দিকে ইঙ্গিত করে হিনা রব্বানি খর দাবি করেছিলেন, ভারতে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এর জেরে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। প্রশ্নের মুখে পড়ছে তাঁর দেশের (পাকিস্তানের) নিরাপত্তাও। পাশাপাশি রাষ্ট্রসংঘের উচ্চ পর্যায়ের এক প্যানেলের সামনে ইসলামাবাদে বসে হিনা বলেছিলেন-- নীতি ভেঙে পরমাণু অস্ত্রের দিকে বার বার ঝুঁকেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বৃহত্তম এই দেশটি!

আরও পড়ুন: Joe Biden's Skin Cancer: ক্যানসার আক্রান্ত জো বাইডেন! মার্কিন প্রেসিডেন্টের রোগ কি নিরাময়যোগ্য?

অবশেষে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে হিনার এই সব মন্তব্যেরই কড়া প্রতিক্রিয়া দেন ভারতের প্রতিনিধি সীমা পূজানি। তিনি বলেন-- যে সময়ে নিজেদের দেশের মানুষের জীবন এবং জীবিকা চরম সংকটে, তখন সেই সব নিয়ে মাথা না ঘামিয়ে ওরা ভারতকে নিয়েই পড়ে আছে। আপ এটাই বুঝিয়ে দিচ্ছে, পাকিস্তান ভারতকে নিয়ে কতটা আবিষ্ট হয়ে থাকে! এবং এ-ও স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তাদের প্রায়োরিটির বিষয়টা আসলে কতটা এলোমেলো হয়ে রয়েছে! এর পরেই সীমা অনেকটা পরামর্শের সুরে বলেন-- তাই সংশ্লিষ্ট নেতৃত্বকে আমার উপদেশ, এ ধরনের ভিত্তিহীন প্রচার বাদ দিয়ে বরং নিজেদের নাগরিকদের সুরাহা নিয়ে এ বার একটু চিন্তাভাবনা করুন!

জম্মু-কাশ্মীর নিয়ে তুরস্কের প্রতিনিধি এবং ‘অর্গ্যানাইজশন অব ইসলামিক কো-অপারেশনে’র করা মন্তব্য নিয়েও এ দিন উষ্মা প্রকাশ করে ভারত। সীমা পূজানি এ প্রসঙ্গে বলেন-- জম্মু-কাশ্মীর নিয়ে তাদের অযাচিত মন্তব্য আমরা অগ্রাহ্য করলাম। জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অংশ ছিল, আছে এবং চিরকাল তা-ই থাকবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.