আকাশের বুকে ভিনদেশি পাখিদের রং-তুলি খেলা
আকাশের বুকে কে যেন লাগাতার বুলিয়ে চলেছে রং-তুলি। একেকবার একেক রকম ছবি। কখনও পাতাঝরা বসন্ত, কখনও যেন এক বিশাল পায়রা। মুহূর্তে আকাশ ঢেকে ফেলছে একটা তিমি। হ্যাঁ, এমনই হাজারো মোটিফ তৈরি হচ্ছে প্রতিদিন। দক্ষিণ ইজরায়েলের আকাশে। গোধূলি যখন সন্ধেকে নেমন্তন্ন করে ডেকে আনে এই শহরে, তখনই শুরু হয় ভিনদেশি পাখিদের এই রং-তুলি খেলা। কনে দেখা আলোয় আকাশের বুকে প্রতি মুহূর্তে তৈরি হয় একের পর অবয়ব। শীতের সময় এভাবেই রাশিয়া আর পূর্ব ইউরোপ থেকে উড়ে আসে পাখির দল। আর ওদের কলতানেই মুখর হয় দক্ষিণ ইজরায়েলের বীরসেবা শহর। আর এই মেলা দেখতে ভিড় জমান বহু পক্ষীপ্রেমী।
ওয়েব ডেস্ক: আকাশের বুকে কে যেন লাগাতার বুলিয়ে চলেছে রং-তুলি। একেকবার একেক রকম ছবি। কখনও পাতাঝরা বসন্ত, কখনও যেন এক বিশাল পায়রা। মুহূর্তে আকাশ ঢেকে ফেলছে একটা তিমি। হ্যাঁ, এমনই হাজারো মোটিফ তৈরি হচ্ছে প্রতিদিন। দক্ষিণ ইজরায়েলের আকাশে। গোধূলি যখন সন্ধেকে নেমন্তন্ন করে ডেকে আনে এই শহরে, তখনই শুরু হয় ভিনদেশি পাখিদের এই রং-তুলি খেলা। কনে দেখা আলোয় আকাশের বুকে প্রতি মুহূর্তে তৈরি হয় একের পর অবয়ব। শীতের সময় এভাবেই রাশিয়া আর পূর্ব ইউরোপ থেকে উড়ে আসে পাখির দল। আর ওদের কলতানেই মুখর হয় দক্ষিণ ইজরায়েলের বীরসেবা শহর। আর এই মেলা দেখতে ভিড় জমান বহু পক্ষীপ্রেমী।