রোহিঙ্গা মুসলিমদের বাঁচাতে ‘বুদ্ধং শরণং’ দলাই লামার

Updated By: Sep 11, 2017, 06:35 PM IST
রোহিঙ্গা মুসলিমদের বাঁচাতে ‘বুদ্ধং শরণং’ দলাই লামার

ওয়েব ডেস্ক : জনসংখ্যার সিংহভাগই বৌদ্ধধর্মাম্বলী। আর সে দেশে নিদারুণ অসহায়তার মধ্যে রোহিঙ্গারা। এমত অবস্থায় খোদ বুদ্ধই সাহায্য করবেন বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায়কে, এমনই আশা প্রকাশ করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। শান্তিতে নোবেল জয়ী সু চি-র দেশে রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন তোলপাড় দুনিয়া, সে সময় এই প্রসঙ্গে মুখ খুললেন শান্তিতে নোবেল জয়ী ধর্মগুরু। ধর্ম বিশ্বাসে অটল দলাই লামার স্থির বিশ্বাস, ‘বুদ্ধ রোহিঙ্গাদের সহায় হবেন।’

সংবাদ সংস্থা এএনআই-কে দলাই লামা জানান, দরিদ্র, পীড়িত মুসলিমদের সাহায্যের জন্য বুদ্ধ এগিয়ে আসেবন। শুধু তাই নয়, মায়ানমার থেকে ভিটেমাটি উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের দুরবস্থার কথা ভেবে দুঃখ প্রকাশ করেন তিনি। এমনকি মায়ানমার সরকারের এ হেন আচরণে বিস্ময় প্রকাশও করেছেন দলাই লামা।

এদিকে রাখাইনের রোহিঙ্গারা যে হারে বাংলাদেশে অনুপ্রবেশ করছেন, তা ঢাকার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাত্র মানবিকতার খাতিরেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে বলেও সম্প্রতি মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 
.