লন্ডনে ছুরিকাহত অপারেশন ব্লু প্রিন্টের কাণ্ডারি
সোমবার লন্ডনে ছুরি বিদ্ধ হলেন ১৯৮৪-র অপেরেশন ব্লু প্রিন্টের কাণ্ডারি লেফটেন্যান্ট জেনেরাল কুলদীপ সিং ব্রার। লন্ডনে অবস্থিত ভারতের হাই কমিশনের তরফে জানান হয়েছে জেনেরাল ব্রারকে তাঁর হোটেলের সামনেই তিন জন আততায়ী আক্রমণ করে।
সোমবার লন্ডনে ছুরি বিদ্ধ হলেন ১৯৮৪-র অপেরেশন ব্লু প্রিন্টের কাণ্ডারি লেফটেন্যান্ট জেনেরাল কুলদীপ সিং ব্রার।
লন্ডনে অবস্থিত ভারতের হাই কমিশনের তরফে জানান হয়েছে জেনেরাল ব্রারকে তাঁর হোটেলের সামনেই তিন জন আততায়ী আক্রমণ করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তখনই তাঁর অস্ত্রপচার করা হলেও এখনোও তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী।
১৯৮৪-র জুনে ভারতীয় সেনাবাহিনিকে অমৃতসরের স্বর্ণমন্দির থেকে খালিস্তানপন্থীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই অপরেশন ব্লু-প্রিন্টের নীল নকসা তৈরি করেছিলেন লেফটেন্যান্ট জেনেরাল কুলদীপ সিং ব্রার। আশির দশকের গোড়ার দিক থেকেই শিখদের পৃথক রাজ্য খালিস্তানের দাবিতে সরব হয়ে ওঠে পঞ্জাবে শিখ সম্প্রদায়ের একাংশ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জর্নল সিং ভিন্দ্রেওয়াল। খালিস্তানপন্থীরা অমৃতসরের স্বর্ণমন্দিরকেই একটা সময় কার্যত নিজেদের প্রধান কার্য্যালয় তৈরি করে। ১৯৮৪-র জুনের ৩ থেকে ৭ তারিখ জেনেরাল ব্রারের নেতৃত্বে খালিস্তানপন্থীদের উচ্ছেদ করা হয়। দুপক্ষের তীব্র সংঘর্ষের খালিস্তানি নেতা ভিন্দ্রেওয়াল খুন হন। খালিস্তানের হাতে প্রাণ হারান সেনারাও। অপেরেশন ব্লু প্রিন্ট সফল হলেও এই ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই ঘটনার জেরে সেই বছরেই অক্টোবরে খুন হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
অপেরেশনের পর জেনেরাল ব্রারও খালিস্তানপন্থীদের হিটি লিস্টে ছিলেন। এমনকী অবসরের পরেও তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। `অপারেশন ব্লু স্টার: আ ট্রু স্টোরি` নামে একটি বই লেখেন।
লন্ডন পুলিসের পক্ষে থেকে আজকের ঘটনার কারণ বা আততায়ীদের পরিচয় সম্পর্কে এখনোও কিছুই জানানো হয়নি।