``কারগিল যুদ্ধ পাক সেনার অপরিণত পরিকল্পনা``

কারগিল যুদ্ধ পাক সেনার অপরিণত পরিকল্পনা ও অপরিনামদর্শীতার ফসল। যুদ্ধের পিছনে জঙ্গিদের কোনও হাত ছিল না। পারভেজ মুশারফের দাবি উড়িয়ে দিতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অ্যানালিস্ট উইংয়ের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। 

Updated By: Jan 28, 2013, 10:23 AM IST

কারগিল যুদ্ধ পাক সেনার অপরিণত পরিকল্পনা ও অপরিনামদর্শীতার ফসল। যুদ্ধের পিছনে জঙ্গিদের কোনও হাত ছিল না। পারভেজ মুশারফের দাবি উড়িয়ে দিতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অ্যানালিস্ট উইংয়ের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। 
পাকিস্তানের এক সংবাদপত্রে আজিজ লিখেছেন, কারগিল যুদ্ধের সময় মুজাহিদিনের নামে পাক সেনার তরফে বেশকিছু রেকর্ড করা ওয়ারলেস বার্তা ছড়ানো হয়েছিল। এমনকি সিমলা চুক্তি অমান্য করে নিয়ন্ত্রণ রেখার বরাবর ৮০০ বর্গফুট এলাকা দখলও করে নিয়েছিল পাকিস্তান সেনা। প্রাক্তন আইএসআই প্রধানের এই মন্তব্যের পর চরম অস্বস্তিতে পারভেজ মুশারফ। অন্যদিকে, সাম্প্রতিক পরিস্থিতিতে দুদেশের জল সচিব পর্যায়ের বৈঠক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।   

.