অসুস্থ ম্যান্ডেলা

হাসপাতালে ভর্তি করতে হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে। চিকিত্সকরা জানিয়েছে দীর্ঘদিনের পেটের ব্যথা হঠাতই বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। এই নিয়ে গত দুবছরে দুবার হাসপাতালে ভর্তি করতে হল বর্ণবিদ্বেষ বিরোধী এই অবিসংবাদী নেতাকে।

Updated By: Feb 25, 2012, 08:40 PM IST

হাসপাতালে ভর্তি করতে হল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে।
চিকিত্সকরা জানিয়েছে দীর্ঘদিনের পেটের ব্যথা হঠাতই বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। এই নিয়ে গত দুবছরে দুবার হাসপাতালে ভর্তি করতে হল বর্ণবিদ্বেষ বিরোধী এই অবিসংবাদী নেতাকে।
একই সঙ্গে চিকিত্সকরা অবশ্য আশ্বস্ত করেছেন, বর্তমানে ভালোই রয়েছেন ৯৩ বছর বয়সী ম্যান্ডেলা। প্রাথমিকভাবে তাঁর শরীরে অস্ত্রোপচারের কথা জানানো হলেও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জানিয়েছে অস্ত্রোপচারের কোনও প্রয়োজন হয়নি। একই সঙ্গে ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনায় গোটা বিশ্বকে প্রার্থনা জানানোর আবেদনও জানিয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
গত বছরের জানুয়ারি মাসে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ২৭ বছর কারাগারে কাটাতে হয়েছে তাঁকে। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

.