গাড়ির সমাধিস্থল থেকে পোড়ো বাড়ি, ভূতও যেখানে যেতে ভয় পায়

চলুন ঘুরে আসি এমন কিছু জায়গায় যেখানে প্রকৃতি আবার মানুষের কাছ থেকে তাঁর জিনিস দখল করে নিচ্ছে। স্কুল বাড়ি হোক বা কোনও ঝাঁ  চকচকে স্কুল বাড়ি। মানুষ কোনও কারণে সে জায়গায় আর যাওয়ার প্রয়োজন মনে করে না। সেখানেই পূর্ণদখল করে নিচ্ছে প্রকৃতি। ধরা যাক ১৯৮৪ শীতকালীন অলিম্পিকে যুগস্লোভাকিয়ার সারাজেভো শহরের কথা।

Updated By: Sep 1, 2015, 07:41 PM IST
গাড়ির সমাধিস্থল থেকে পোড়ো বাড়ি, ভূতও যেখানে যেতে ভয় পায়

ওয়েব ডেস্ক: চলুন ঘুরে আসি এমন কিছু জায়গায় যেখানে প্রকৃতি আবার মানুষের কাছ থেকে তাঁর জিনিস দখল করে নিচ্ছে। স্কুল বাড়ি হোক বা কোনও ঝাঁ  চকচকে স্কুল বাড়ি। মানুষ কোনও কারণে সে জায়গায় আর যাওয়ার প্রয়োজন মনে করে না। সেখানেই পূর্ণদখল করে নিচ্ছে প্রকৃতি। ধরা যাক ১৯৮৪ শীতকালীন অলিম্পিকে যুগস্লোভাকিয়ার সারাজেভো শহরের কথা।

সেবার শীতকালীন অলিম্পিক আয়োজন করার পর ধীরে ধীরে শহরের একাংশে যাতায়াত কমিয়ে দিতে থাকে মানুষ। সেই অলিম্পিকের শহরেই আস্ত একটা থিম পার্ক চলে গিয়েছে প্রকৃতির দখলে (ছবিতে)।

দেখুন সেইরকমই কিছু জায়গার ভিডিও

 

 

.