Lakshmir Bhandar: '২ হাজার টাকা অন্তত দিন', লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের!
Lakshmir Bhandar: 'বিজেপি নেতাদের বলে বেড়ায়, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। কোন লজ্জায় মখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন'। পাল্টা কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
![Lakshmir Bhandar: '২ হাজার টাকা অন্তত দিন', লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের! Lakshmir Bhandar: '২ হাজার টাকা অন্তত দিন', লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর আর্জি বিজেপি সাংসদের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/21/505134-ahajajaja.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '২ হাজার টাকা অন্তত দিন'। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে এবার মুখ্য়মন্ত্রীকে চিঠি দিলেন খোদ পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিংহ মাহাতো। 'মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করেনি'? পাল্টা কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন: Arpita Mukherjee: অর্পিতার মায়ের মৃত্যু, নিয়োগকাণ্ডে ধৃত পার্থর বান্ধবীকে ২ দিনের প্যারোলে মুক্তি...
ঘটনাটি ঠিক কী? একুশের বিধানসভা ভোটের পর বাংলার মহিলাদের জন্য একটি নয়া প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম, 'লক্ষ্মীর ভাণ্ডার'। এই প্রকল্পের প্রথমে সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা, আর যাঁরা তফশিলি জাতি কিংবা উপজাতির, তাঁদের মাসে হাজার টাকা করে দেওয়া হত। পরে সাধারণ মহিলাদের জন্য অনুদান বেড়ে হয় হাজার টাকা, আর তফশিলি জাতি কিংবা উপজাতিভুক্ত মহিলাদের বারোশো টাকা।
বিজেপি সাংসদ জ্যোর্তিময় বলেন, 'মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আমি এটুকুই বলেছি, পশ্চিমবাংলার মা লক্ষ্মীদের অপমান না করে, হাজার বারোশোর টাকা থেকে অন্তত হাতখরচা দিন। আপনার নেতাদের বাড়ি থেকে ৫০ কোটি থেকে ৬ কোটি টাকা প্রত্যেকদিন মেশিন দ্বারা গুনতি করে বের করা হচ্ছে। সে বিদেশে হাজার দু'হাজার কোটি টাকা ব্যাংক ব্য়ালান্স করে রেখেছে। সে মহারাষ্ট্র হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, অবিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড পর্যন্ত ঘোষণা করেছে একুশ হাজারের উপরে দেব। সেরকম মায়েদের সম্মানের খাতিরে অন্তত দিন। ২ হাজার টাকা অন্তত দিন'।
বিজেপি সাংসদের আরও বক্তব্য, 'আমাদের সরকার এলে আমাদের রাজ্ সভাপতি কিংবা বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করেছেন ৩ হাজার টাকা করে মায়েদের দেব। আপনি ৩ হাজার টাকা দিতে পারবেন না আমরাও জানি। অন্তত মায়েদের সম্মানের খাতিরে ২ হাজার টাকা দিন'।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, 'ওরা আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করেনি? নকল করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার আবার বড় বড় কথা'! বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকার জন্য চিঠি না দিয়ে আগে প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত। বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক, তারপর বিজেপি নেতা জ্ঞান দেবে। বিজেপি নেতাদের বলে বেড়ায়, দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে। কোন লজ্জায় মখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)