নাইরোবি শপিং মলে সন্ত্রাস টান ধরিয়েছে শহরের পর্যটনে

বছরভর পর্যটকদের ভিড়ে ঠাসা এই শহর এখন বড় বেশি শান্ত, স্তব্ধ, নির্জন। শহর গ্রাস করেছে অজানা আতঙ্কে। সন্ত্রাসের আতঙ্ক। ওয়েস্টগেট শপিং মলের জঙ্গি হানার আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়েছে নাইরোবি। আতঙ্ক থাবা বসিয়েছে পর্যটনেও। এক ধাক্কায় রেকর্ড পতন ঘটেছে পর্যটক সংখ্যায়।  

Updated By: Oct 5, 2013, 11:25 AM IST

বছরভর পর্যটকদের ভিড়ে ঠাসা এই শহর এখন বড় বেশি শান্ত, স্তব্ধ, নির্জন। শহর গ্রাস করেছে অজানা আতঙ্কে। সন্ত্রাসের আতঙ্ক। ওয়েস্টগেট শপিং মলের জঙ্গি হানার আতঙ্কে নিজেকে গুটিয়ে নিয়েছে নাইরোবি। আতঙ্ক থাবা বসিয়েছে পর্যটনেও। এক ধাক্কায় রেকর্ড পতন ঘটেছে পর্যটক সংখ্যায়।  
এক অদৃশ্য আতঙ্ক গোটা শহরজুড়ে। জঙ্গিহানার দগদগে স্মৃতি শহরের আনাচে কানাচে। ধ্বংস-মৃত্যু, স্বজনহারার কান্না, সব নিয়ে বেঁচে থাকা বিষন্ন এই দেশের নাম কেনিয়া। কেনিয়ার নাইরোবির ওয়েস্টগেট শপিং মলের জঙ্গি হানা দুমড়ে মুচড়ে দিয়েছে দিয়েছে দেশের অর্থনীতিকেও। জঙ্গিহানার আতঙ্ক থাবা বসিয়েছে পর্যটনে। বছরের দ্বিতীয় অর্ধে একধাক্কায় দশ শতাংশ কমে গেছে পর্যটকের সংখ্যা।
 
আফ্রিকার পঞ্চম বৃহত্‍ পর্যটন কেন্দ্রের নাম কেনিয়া। পর্যটনের ওপরেই নির্ভর করে অক্সিজেন নেয় ছোট্ট এই দেশ। এখানকার চা আর বাগান শিল্পের সঙ্গে জড়িয়ে বহু মানুষের জীবিকা।  প্রতিবছর পনেরোলক্ষ পর্যটক ভিড় জমান এখানে। বছরদুয়েক ধরে  মোট পর্যটকের অর্ধেক হয়ে উঠেছিল মার্কিন পর্যটকের সংখ্যা। ওয়েস্টগেট শপিং মলে জঙ্গি হানার পর তা এখন তলানিতে।
জঙ্গিহানার আতঙ্ক এর আগেও ছুঁয়ে গেছে রাজধানী নাইরোবিকে। আটানব্বই সালে মার্কিন দূতাবাসে আলকায়দার বোমা বিস্ফোরণে মৃত্যু হয় শতাধিক মানুষের।  মোম্বাসার এই প্যারাডাইস হোটেলেও দুহাজার দুই সালে জঙ্গি হানা হয়েছে। সেসব ক্ষত কিছুটা শুকিয়ে এলেও পোড়া ঘায়ে ফের নুনের ছিটে দিয়ে গেল নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে জঙ্গি হামলা।

.