দুবাইয়ে দুর্ঘটনার সময় বিমানের ভিতর কী হচ্ছিল জানেন!

দুবাইয়ে যখন ক্র্যাশ ল্যান্ডিংয়ে ভেঙে পড়ার মুখে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫২১ বিমান, তখন সেই বিমানের ভিতর যাত্রীরা কী করছিলেন জানেন? তাতে দেখা যাচ্ছে বিমানে বিপদসঙ্কেত পেয়েও এমার্জেন্সির সময় বেশ কিছু যাত্রী ব্যস্ত হয়ে পড়লেন তাদের ব্যাগ,লাগেজ সংগ্রহ করতে। অপেশাদার হাতে তোলা ওই ভিডিওতে শোনা যাচ্ছে এক যাত্রী বলছেন, আমার ল্যাপটপ, ল্যাপটপ...প্লিজ দিন। বিমানের ভিতর প্রবল ঝাঁকুনিতে তখন খুব নড়ছে (অনেকটা হলিউড সিনেমায় যেমন দেখানো হয়)। এমনই এক ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে।

Updated By: Aug 4, 2016, 11:37 AM IST
দুবাইয়ে দুর্ঘটনার সময় বিমানের ভিতর কী হচ্ছিল জানেন!

ওয়েব ডেস্ক: দুবাইয়ে যখন ক্র্যাশ ল্যান্ডিংয়ে ভেঙে পড়ার মুখে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫২১ বিমান, তখন সেই বিমানের ভিতর যাত্রীরা কী করছিলেন জানেন? তাতে দেখা যাচ্ছে বিমানে বিপদসঙ্কেত পেয়েও এমার্জেন্সির সময় বেশ কিছু যাত্রী ব্যস্ত হয়ে পড়লেন তাদের ব্যাগ,লাগেজ সংগ্রহ করতে। অপেশাদার হাতে তোলা ওই ভিডিওতে শোনা যাচ্ছে এক যাত্রী বলছেন, আমার ল্যাপটপ, ল্যাপটপ...প্লিজ দিন। বিমানের ভিতর প্রবল ঝাঁকুনিতে তখন খুব নড়ছে (অনেকটা হলিউড সিনেমায় যেমন দেখানো হয়)। এমনই এক ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে।

আরও পড়ুন-জানেন GST বিলে কোন কোন জিনিসের দাম কমবে?

আবার কেউ একজন বলছেন, আমার ব্যাগটা একটু দেবেন। এক বিমানসেবিকা সেটা শুনে বললেন, ''স্যার এটা বিপদের সময়, এসব ভুলে মাথা ঠান্ডা রেখে জাম্প দ্য স্লাইড'। এর ঠিক পরেই প্রচন্ড শব্দের পর দুর্ঘটনা। বিমানের ভিতর তখন ভয়ে হুড়োহুড়ি পড়ে যায়। এমার্জেন্সি দরজা খুলে তাড়াতাড়ি নামতে গিয়ে জখম হন বেশ কয়েকজন যাত্রী। শেষ অবধি বিমানের ২৮২ জন যাত্রীই বেঁচে যান। বিমানের ২৮২ জন যাত্রীর মধ্যে ২৬২ জনই ভারতীয়।

 

.