জেল থেকে ছাড়া পেলেন ২৬/১১ মূল চক্রী লকভি, তীব্র প্রতিক্রিয়া ভারতের

জেল থেকে ছাড়া পেলেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভি। গতকালই লকভিকে ছাড়ার নির্দেশ দিয়েছিল লাহোর হাইকোর্ট। মুম্বই হামলার অন্যতম চক্রী লকভি ছয় বছর পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ছিলেন।

Updated By: Apr 10, 2015, 07:37 PM IST
জেল থেকে ছাড়া পেলেন ২৬/১১ মূল চক্রী লকভি, তীব্র প্রতিক্রিয়া ভারতের
Photo courtesy: AP

ব্যুরো: জেল থেকে ছাড়া পেলেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভি। গতকালই লকভিকে ছাড়ার নির্দেশ দিয়েছিল লাহোর হাইকোর্ট। মুম্বই হামলার অন্যতম চক্রী লকভি ছয় বছর পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ছিলেন।

আজ তাঁর মুক্তি পাওয়ার বহু আগেই জেলের বাইরে জড়ো হন জামাত উদ দাওয়ার সমর্থকরা। জেল থেকে লকভি বেরিয়ে আসা মাত্রই  উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। লকভির মুক্তির নির্দেশের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি। আদালতে লকভির বিরুদ্ধে তথ্যপ্রমাণ ঠিকমতো পেশ করা হয়নি বলেই অভিযোগ করেছিল ভারত। এরপরেই পাঞ্জাব সরকার জন নিরাপত্তা আইনে আরও তিরিশ দিন লকভিকে আটক রাখার নির্দেশ দেয়। সেই আদেশ চ্যালেঞ্জ করে কোর্টে আবেদন করে লকভি।

ভারত জানিয়েছে,লকভিকে মুক্তি দেওয়ার নির্দেশ হতাশাজনক । ২০০৮ সালে মুম্বই হামলায় ১৬৬ জন প্রাণ হারিয়েছিলেন। নয়া দিল্লি জানিয়েছে, লকভির মুক্তির রায় সেই হামলায় মৃতদেরকেও অসম্মান করার সামিল।

.