‘বন্ধু মোদীর সবচেয়ে বড় ইভেন্টের জন্য মুখিয়ে রয়েছি’, ওয়াশিংটন ছাড়ার আগে বললেন ট্রাম্প
ট্রাম্প আরও বলেন, এই সফরের ব্যাপারে অনেক আগেই কথা দিয়েছিলাম
নিজস্ব প্রতিবেদন: রবিবার সন্ধেয় ওয়াশিংটনের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেস থেকে ভারতের উদ্দেশ্য পাড়ি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দিনের সফরে সোমবার সাড়ে এগারোটা নাগাদ তিনি এসে পৌঁছাবেন আহমেদাবাদের বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমান বন্দরে।
আরও পড়ুন-গাইঘাটায় মর্মান্তিক দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে পড়তেই যুবতীকে পিষে দিল লরি
এদিন বিমানে ওঠার আগে ট্রাম্প বলেন, ভারতে আম জনতার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। লাখ লাখ মানুষের সঙ্গে দেখা হবে ওখানে। প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু। উনি বলেছেন, ওখানে এত বড় ইভেন্ট আগে কখনও হয়নি।
#WATCH US President Trump ahead of his visit to India: I look forward to being with the people of India, we will be with millions&millions of people. I get along very well with PM,he is a friend of https://t.co/gdvh2zVfyu told me this will be the biggest event they have ever had. pic.twitter.com/2aG6jr1m9G
— ANI (@ANI) February 23, 2020
ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোমবার তাঁরা আসবেন আহমেদাবাদে। সেখান থেকে আহমেদাবাদে একটি রোড শোতে অংশ নেবেন। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রী মোদী। তারপর তাঁরা যাবেন মোতেরা স্টেডিয়াম উদ্বোধনে। সেখানেই হবে ট্রাম্পের সম্মানে নমস্তে ট্রাম্প সভা।
ভারতের উদ্দেশ্য রওনা দেওয়ার আগে ট্রাম্প আরও বলেন, এই সফর নিয়ে আমি খুবই আগ্রহী। এই সফরের ব্যাপারে অনেক আগেই কথা দিয়েছিলাম। মোদী আমার বন্ধু। দুদিনের সফর হলেও এক রাত থাকব ভারতে। তবে ওখানকার সবচেয়ে বড় ইভেন্টে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।
আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ার সাহায্যে পাকড়াও, হলদিয়ায় মা-মেয়ের খুনে গ্রেফতার ২
ভারত সফর নিয়ে ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, দুবছর আগে হায়দরাবাদে এক সম্মেলনে দেখা হয়েছিল মোদীর সঙ্গে। ফের দেখা হচ্ছে। এতে বিশ্বের দুই বৃহত্ গণতান্ত্রিক দেশের মধ্যে সম্পর্কে আরও দৃঢ় হবে।
দেখে নিন সোম ও মঙ্গলবার ট্রাম্পের কর্মসূচি
২৪ ফেব্রুয়ারি
সোমবার বেলা ১২টা: আহমেদাবাদ বিমানবন্দরে নামবেন ট্রাম্প। তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে থেকে আহমেদাবাদে ২২ কিলোমিটার রোড শোতে যোগ দেবেন। যাবেন সবরমতী আশ্রমে।
বেলা ১২.৩০ : বল্লভভাই স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্টানে যোগ দেবেন।
বিকেল ৩.৩০: আগ্রার উদ্দেশ্য যাত্রা।
বিকেল ৫টা: ট্রাম্প ও মেলানিয়া ৪৫ মিনিট কাটাবেন তাজমহলে। সেখান থেকে ফিরবেন দিল্লি।
২৫ ফেব্রুয়ারি
সকাল ১০টা: রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প ও মেলানিয়াকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সকাল ১০.৪৫: রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন ট্রাম্প।
বেলা ১১.৩০: হায়দরাবাদ হাউসে মোদী-ট্রাম্প আলোচনা।
বিকেল ৩টে: ভারতের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ট্রাম্প।
সন্ধে ৮টা: রাষ্ট্রপতি ভবনে ডিনার।
রাত ১০টা: দিল্লি ছাড়বেন ট্রাম্প।