পুলওয়ামা হামলায় চাপে ইমরান সরকার! পাক হাই কমিশনারকে ডেকে পাঠাল ইসলামাবাদ
এর আগে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলাকে কেন্দ্র আরও উত্তপ্ত হল ভারত-পাক সম্পর্ক। ভারতের পর এবার দিল্লিতে তার হাই কমিশনারকে ডেকে পাঠাল পাকিস্তান।
আরও পড়ুন-সিআরপিএফ জওয়ানদের বিমানে শ্রীনগর পাঠাতে অস্বীকার করা হয়নি, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফাইসাল সংবাদমাধ্যমে বলেন, ‘আলোচনার জন্য নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। আজ সকালেই তিনি দিল্লি ছাড়ছেন।‘
Dr Mohammad Faisal, Spokesperson Ministry of Foreign Affairs, Pakistan tweets, "We have called back our High Commissioner in India for consultations. He left New Delhi this morning." pic.twitter.com/o7nDZY8TUY
— ANI (@ANI) February 18, 2019
ভারতীয় জওয়ানদের ওপরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানেও এনিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে। ভারতের পক্ষ থেকে ওই হামলার জন্য পাক জঙ্গিদের দিকেই আঙুল তোলা হচ্ছে।
আরও পড়ুন-পুলওয়ামা হামলায় উত্তপ্ত আবহে আজ শুরু কুলভূষণ মামলার শুনানি
এর আগে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত। তার পরেই এই পদক্ষেপ নিল পাকিস্তানও। ভারত পুলওয়ামার হামলার জন্য পাকিস্তানের দিকে ইঙ্গিত করলেও ইমরান খান সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। উল্টে বলা হয়েছে, ভারত নিজের জওয়ানদের নিরাপত্তার দিকটা আগে দেখুক। গোয়েন্দা ব্যর্থতার দিক পুনর্বিবেচনা করুক। তার পর অন্য কারও দিকে আঙুল তুলবে।