Queen Elizabeth: অতি সংকটে রানি এলিজাবেথ
গত অক্টোবর থেকেই তিনি অসুস্থ হয়ে আছেন। তাঁকে চিকিৎসকেরা বিশ্রামে থাকতে বলেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গিয়েছে, কিন্তু সেই খুশির আবহেই রানির অসুস্থতার দুঃসংবাদ এল। রানি এলিজাবেথ টু-র শারীরিক অবস্থা ঘিরে খুবই উদ্বিগ্ন রাজপরিবার। তাঁর দাঁড়াতে ও বসতে কষ্ট হচ্ছে। তাঁর বয়স হয়েছে ৯৬ বছর। গত অক্টোবর থেকেই তিনি অসুস্থ হয়ে আছেন। তাঁকে চিকিৎসকেরা বিশ্রামে থাকতে বলেছিলেন। তা সত্ত্বেও বুধবারই তিনি একটি মিটিং ডেকে ছিলেন। প্রিন্স চার্লস উইলিয়ম এই মুহূর্তে ভ্রমণে ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন: Jibe at Rishi Sunak: 'চাকরিটা হয়নি'! ব্যর্থ ঋষি সুনাককে চাকরির খোঁজ দিল জব সাইট
বাকিংহাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, রাজপরিবারের চিকিৎসকেরা রানির শরীর নিয়ে খুবই উদ্বিগ্ন। তাঁরা রানিকে চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকতে বলেছেন। তিনিই ব্রিটেনের সব চেয়ে দীর্ঘস্থায়ী প্রশাসক হিসেবে ইতিহাসে নাম তুলেছেন। রানি এখন বালমোরালে আছেন। এর থেকে খুব বেশি তথ্য় এখনও জানানো হয়নি। ব্রিটেনের রাজনৈতিক মহল অসুস্থ রানির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও রানির আরোগ্য কামনা করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারও রানির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছর অক্টোবরে রানিকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ওয়াকিং স্টিক নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। রানির প্রহরী বদল সংক্রান্ত একটি জরুরি মিটিং শুক্রবার হওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হয়েছে।