বাবার কাছেই "সাপে-খড়ি" বাচ্চাদের
১৯ফুটের পাইথন নিয়ে বাচ্চাকে খেলতে দিচ্ছেন বাবা। আশ্চর্য হবেন না। এমন ঘটনাই ঘটেছে আমেরিকার একটি শহরে। সেখানে বাবা এরিক লেব্লাঁ-র কালেকশনে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ এবং সরীসৃপ গোত্রের প্রাণী। আর তাঁর তিন সন্তান এই সমস্ত জীবদের নিয়েই সারাক্ষণ খেলায় মত্ত রয়েছে। এ নিয়ে তাদের প্রাণে ভয় নেই এতটুকুও। আর তাদের বাবাও নিশ্চিন্ত মনেই রয়েছেন।
![বাবার কাছেই "সাপে-খড়ি" বাচ্চাদের বাবার কাছেই "সাপে-খড়ি" বাচ্চাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/12/49556-sapbaire12-2-16.jpg)
ওয়েব ডেস্ক: ১৯ফুটের পাইথন নিয়ে বাচ্চাকে খেলতে দিচ্ছেন বাবা। আশ্চর্য হবেন না। এমন ঘটনাই ঘটেছে আমেরিকার একটি শহরে। সেখানে বাবা এরিক লেব্লাঁ-র কালেকশনে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ এবং সরীসৃপ গোত্রের প্রাণী। আর তাঁর তিন সন্তান এই সমস্ত জীবদের নিয়েই সারাক্ষণ খেলায় মত্ত রয়েছে। এ নিয়ে তাদের প্রাণে ভয় নেই এতটুকুও। আর তাদের বাবাও নিশ্চিন্ত মনেই রয়েছেন।
আশ্চর্যের বিষয় এটাই যে, বাচ্চারা এক-আধ বার কামড়ও খেয়েছে। তবুও এরিক ওই সমস্ত ভয়ঙ্কর জীব জন্তুদের তাঁর বাচ্চাদের তত্ত্বাবধানেই রেখে দিয়েছেন। আর বাচ্চারাও নির্ভয়ে বিন্দাস দেখভাল করছে পাইথনদের।