Bus Accident: ভয়ংকর! যাত্রীবাহী অটোকে দুরন্ত গতিতে ধাক্কা বাসের, মুহূর্তে তালগোল পাকিয়ে গেলেন ৬ জন
Bus Accident: বেপরোয়া গাড়িচালনার কারণে দিনদিনই বাড়ছে এমন সড়ক দুর্ঘটনার সংখ্যা। এতে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। তাই সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিএনজি চালিত একটি অটো রিক্সাকে প্রবল গতিতে মুখোমুখি ধাক্কা মারল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে অটোর মধ্যে মারা গেলেন ৬ জন। রবিবার দুপুরে বাংলাদেশের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা জোড়াপাম্প এলাকায় ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
আরও পড়ুন- মুসলিম মহিলার হিন্দু বউ সেজে দুঃসাহসিক ডাকাতির প্ল্যান! বাংলাদেশের টাঙ্গাইলে ভয়ংকর ঘটনা...
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে শেরপুর সদরের তারাকান্দি থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির ৬ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিস, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরপর রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিস ও সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করে।
জানা যাচ্ছে নিহতরা হচ্ছেন শেরপুর সদরের কামারিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজিচালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৬০), তার স্ত্রী উম্মে কুলসুম (৩৮), নকলা উপজেলার গণপদ্দি এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা তাসনিম মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩) এবং শ্রীবরদী উপজেলার পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনা রানী (৪৫)।
স্থানীয়রা জানান, বেপরোয়া গাড়িচালনার কারণে দিনদিনই বাড়ছে এমন সড়ক দুর্ঘটনার সংখ্যা। এতে নিঃস্ব হচ্ছেন বহু পরিবার। তাই সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)