Gotabaya Rajapaksa In Maldives: গোটাবায়া কেন এদেশে, সরকারকে হুঁশিয়ারি মলদ্বীপ ন্যাশনাল পার্টির

মলদ্বীপ ন্যাশনাল পার্টির নেতা মওমুন বলেন, গোটাবায়া সরকারের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে বহু সিংহলি মলদ্বীপে আশ্রয় নিয়েছেন। গোটাবায়াকে আশ্রয় দেওয়ার তারা ক্ষুব্ধ

Updated By: Jul 13, 2022, 06:07 PM IST
Gotabaya Rajapaksa In Maldives: গোটাবায়া কেন এদেশে, সরকারকে হুঁশিয়ারি মলদ্বীপ ন্যাশনাল পার্টির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনরোষে দেশছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে এখন মলদ্বীপে। ভারতের আসার চেষ্টা করলেও তাঁকে এদেশে আসার অনুমতি দেয়নি কেন্দ্র। এখন মলদ্বীপে গিয়েও শান্তি নেই। তাঁকে দেশে ঢুকতে দেওয়ায় ক্ষুব্ধ মলদ্বীপের রাজনৈতিক দল মলদ্বীপ ন্যাশনাল পার্টি(MNP)। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ট করছে হ্যাশট্যাগ GoGotaHome।
 
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে এমএনপি নেতা ও মলদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী দুনিয়া মওমুন বলেন, খুব দুর্ভাগ্যের বিষয় হল শ্রীলঙ্কার মানুষের আবেগের কথা মাথায় রাখেনি মলদ্বীপ সরকার। কেন্দ্র সরকারের ওই সিদ্ধান্তের জন্যে সরকারের কাছে ব্যাখ্য়া চাইবে এমএনপি।

উল্লেখ্য, বুধবার ভোরে স্ত্রী-সহ মলদ্বীপে পৌঁছে গিয়েছেন গোটাবায়া। দেশের ভয়ঙ্কর আর্থিক পরিস্থিতির জন্য তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আছড়ে পড়েছে তাঁর বাসভবনে। বাধ্য হয়েই তিনি জানিয়েছেন ১৩ জুলা অর্থাত্ আজ তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন। 

মলদ্বীপ ন্যাশনাল পার্টির নেতা মওমুন বলেন, গোটাবায়া সরকারের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে বহু সিংহলি মলদ্বীপে আশ্রয় নিয়েছেন। গোটাবায়াকে আশ্রয় দেওয়ার তারা ক্ষুব্ধ। তারা এবার বিক্ষোভ দেখানোর তোড়জোড় করছেন। 

আরও পড়ুন-Sri Lanka Crisis: প্রজাদের বিক্ষোভে দেশান্তরি গোটাবায়া, পরবর্তী রাষ্ট্রপতি কী সাজিথ প্রেমাদাসা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.