ল্যাঙ্কাশায়ারের রাস্তায় 'বেকার' বরিস! খুঁজছেন চাকরি...

৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সময়, বরিস জনসন বলেন, তিনি বিশ্বের সেরা চাকরি ছেড়ে দিয়ে দুঃখিত। এখন বরিসের মূর্তির এই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মানুষ।

Updated By: Jul 10, 2022, 10:13 AM IST
ল্যাঙ্কাশায়ারের রাস্তায় 'বেকার' বরিস! খুঁজছেন চাকরি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের পদত্যাগের পরেই বড় সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকপুলের মোমের জাদুঘর। তার পদত্যাগের ঘোষণার পরেই জাদুঘর তার মোমের মূর্তিটি সেখান থেকে থেকে সরিয়ে নেয়। 

এখন তার এই মূর্তিটি ল্যাঙ্কাশায়ারের রাস্তার ধারে একটি চাকরির অনুসন্ধান কেন্দ্রের বাইরে রেখেছে মাদাম তুসো। জাদুঘরের তরফে জানানো হয়েছে, বরিস আর প্রধানমন্ত্রী নন, তাই তাঁর মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে।

ল্যাঙ্কাশায়ারে, একটি বোর্ডের সামনে বরিসের মোমের মূর্তিটি রাখা হয়েছে। সেই বোর্ডে লেকাহা আছে 'ভ্যাকেন্সি' এবং দেখানোর চেষ্টা করা হয়েছে যে বরিস কাজ খুঁজছেন। 

আরও পড়ুন: ভারত সহ চার দেশে ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্তের নোটিশ জেলেনস্কির

৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সময়, বরিস জনসন বলেন, তিনি বিশ্বের সেরা চাকরি ছেড়ে দিয়ে দুঃখিত। এখন বরিসের মূর্তির এই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মানুষ।

রাস্তার ধারে এই মূর্তি দেখে মানুষ প্রথমে অবাক হলেও পরে মূর্তির সঙ্গে ছবি তোলা শুরু করেন। জব সেন্টারের বাইরের রাস্তায় রাখা বরিসের এই মূর্তিটি চলতি বছরের মার্চ মাসে মাদাম তুসো উন্মোচন করে। মোট ২০ জন শিল্পী সম্মিলিতভাবে এই মূর্তি তৈরি করেন। আট মাস ধরে এই মূর্তি তৈরি করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.