Iran: শরীর নেই কোনও সুতো! পুলিসের গাড়িতে উদ্দাম ইরানি যুবতী...

Iranian Woman Strips Naked: গত ডিসেম্বরেই ইরানে একটি আইনে মহিলাদের চুল, হাত ও পা দেখানো নিয়ে কঠোর বিধি আরোপের ঘোষণা হয়। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটছেন ওই তরুণী।

Updated By: Feb 7, 2025, 05:51 PM IST
Iran: শরীর নেই কোনও সুতো! পুলিসের গাড়িতে উদ্দাম ইরানি যুবতী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কের মুখে ইরান। পোশাক ফতোয়ার প্রতিবাদে এবার মাঠে নামলেন ইরানি যুবতী। নেতপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে এক মহিলা পুলিসের গাড়িতে উঠে পড়ে হিজাব আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 

জানা গিয়েছে, ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদ, সেখানেই ঘটেছে সেই ঘটনাটি। যে ভিডিয়োটি পোস্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে, যুবতী বিবস্ত্র অবস্থায় পুলিসের গাড়ির বনেটে উঠে পড়েছেন। ক্রমাগত স্লোগান দিয়ে চলেছেন।(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল)। ইরানে মহিলাদের হিজাব দিতেই হয়। যার প্রতিবাদে অনেক মহিলাই এগিয়ে এসেছেন। গত ডিসেম্বরেই ইরানে একটি আইনে মহিলাদের চুল, হাত ও পা দেখানো নিয়ে কঠোর বিধি আরোপের ঘোষণা হয়। এদিকে, ইরানে মহিলাদের পোশাক ইস্যুকে ঘিরে নানা প্রতিবাদ চলছে। 

আরও পড়ুন: লাফিয়ে বাড়ল চার্জ, অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তুললেই এবার কাটবে মোটা টাকা!

প্রসঙ্গত, হিজাবের বিরোধিতা করে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধুমাত্র অন্তর্বাস পরে বেরিয়ে পড়েছিলেন এক তরুণী।  সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছিল ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটছেন ওই তরুণী। তাকে পুলিস গ্রেফতার করেছে। তার পর থেকে তার আর কোনও খবর নেই। প্রশ্ন উঠছে, ওই তরুণীর পরিণতিও কি মাহসা আমিনির মতো হবে? এই প্রশ্ন বারবার ঘোরাফেরা করছিল সকলের মনেই। 

আরও পড়ুন:  'ইচ্ছামতো দাম চাইছেন বিক্রেতারা', বাংলাদেশে মাছের বাজারে আগুন!

পাশাপাশি, হিজাব ছাড়া ইউটিউবে ভার্চুয়াল কনসার্ট করার অভিযোগে এক গায়িকাকে আটক করেছিল ইরানি কর্তৃপক্ষ। ১৫ ডিসেম্বর বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের আইনজীবী মিলাদ পানাহিপুর জানান, গতকাল শনিবার উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশের রাজধানী সারি শহর থেকে ২৭ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গ্রেফতার করা হয়। সেই ভিডিয়ো দেখেছেন প্রায় ১.৫ মিলিয়ন দর্শক।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.