মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের দিকে ছুটে এলেন ‘নগ্ন’ মহিলা, বক্ষে লেখা ‘ভুয়ো শান্তির দূত’
এ দিন প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন হয় প্যারিসের চ্যাম্পস এলিসেসে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দেশের ৭০ জন প্রতিনিধিও।
নিজস্ব প্রতিবেদন: প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয়ের দিকে ছুটে এলেন অর্ধনগ্ন এক মহিলা। বক্ষে লেখা ‘ভুয়ো শান্তির দূত’। ট্রাম্পের বিরুদ্ধে এমন প্রতিবাদে হতভম্ব নিরাপত্তা রক্ষীরা। যদিও ওই মহিলা বেশি দূর এগোতে পারেননি। কনভয়ের সামনে আসার আগেই তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের সম্মান জানাতে এসে এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন- ভোটপ্রার্থী সাকিব? রাতেই দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে!
এ দিন প্রথম বিশ্বযুদ্ধে শহিদদের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন হয় প্যারিসের চ্যাম্পস এলিসেসে। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য দেশের ৭০ জন প্রতিনিধিও। কিন্তু ট্রাম্পের উদ্দেশে সেখানে বিক্ষোভ দেখান কিছু পরিবর্তনপন্থী সংগঠনের মহিলারা। যৌন বিতর্ক, বর্ণ বিদ্বেষ, সমকামিতা ইস্যু নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন তাঁরা। তবে, নগ্ন হয়ে এ ভাবে ট্রাম্পের গাড়ির সমানে চলে আসবে ঘুণাক্ষরে ভাবতে পারেননি নিরাপত্তা রক্ষীরা।
আরও পড়ুন- ইস্তানবুলে সৌদি দূতাবাসের মধ্যেই কেটে অ্যাসিডে গলিয়ে ফেলা হয় খাশোগির দেহ
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেনেট দখল করতে পারলেও হাত ছাড়া হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। অর্থাত্, এ বার, ডেমোক্র্যাটদের তোয়াক্কা করে মেক্সিকো দেওয়াল তৈরি বা অভিবাসন নীতির মতো কোনও বড় সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।