৭.৪ ভূমিকম্পে সুনামির আতঙ্ক
ই ১ সালভাডোর দ্বীপে ভয়াবহ ভূমিকম্প। সোমবার রাতে ৭.৪ তীব্রতার কম্পন অনুভূত হয় সেখানে। ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে উপকূলে। সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সুনামির।
Updated By: Oct 14, 2014, 12:56 PM IST
ওয়েব ডেস্ক: ই ১ সালভাডোর দ্বীপে ভয়াবহ ভূমিকম্প। সোমবার রাতে ৭.৪ তীব্রতার কম্পন অনুভূত হয় সেখানে। ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে উপকূলে। সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সুনামির।
উসুলুন্ত শহর থেকে ৬৬ মাইল দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এমনটাই জানিয়েছে ইউ এস জিওলজিক্যাল সারভে। নিকারাগুয়া, হন্ডুরাস এবং ই ১ সালভাদোরে সুনামির প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।