জোর টক্কর; প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ছবি, হোয়াইট হাউসের লড়াইয়ে পিছিয়ে ট্রাম্প
বাইডেন জিতেছেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো,কানেক্টিকাট, ডেলাওয়ারা, ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া, হাওয়াই, ইলিনোইস,মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস-সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে
নিজস্ব প্রতিবেদন: প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে ছবিটা। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্রাটা প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে। অন্যদিকে, রিপাবলিকান ট্রাম্পও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনিও রয়েছে বাইডেনের কাছাকাছি।
আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার অবনতি হয়নি সৌমিত্রর
US Democratic presidential nominee #JoeBiden ahead with 220 electoral votes, Donald Trump at 213: Reuters https://t.co/qdFed8ELZY
— ANI (@ANI) November 4, 2020
এখনও পর্যন্ত জো বাইডেন এগিয়ে ২২৪ ইলেক্টোরাল ভোটে। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৩ ইলেক্টোরাল ভোট। জিততে হলে পেতে হবে ২৭০ ইলেক্টোরাল ভোট। এখনও পর্যন্ত ডেমোক্রাটদের দিকে গিয়েছে পাঞ্চাশের বেশি ভোট এবং অন্যদিকে রিপাবলিকানদের দিকে গিয়েছে ৪৫ শতাংশেরও কম ভোট।
ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্য়েই জিতেছেন অ্য়ালাবামা, আরকানসাস,ইডাহো, ইন্ডিয়ানা, কানসাস,কেনটাকি, লুজিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা,নর্থ ডাকোটা,ওহিওর মতো অঙ্গরাজ্যে।
US President Donald Trump also wins Texas#USAElections2020 https://t.co/rtKNnMdBYB
— ANI (@ANI) November 4, 2020
আরও পড়ুন-থার্ড ওয়েভের লাল সংকেত! ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পার করল ৬০০০
অন্যদিকে, বাইডেন জিতেছেন ক্যালিফোর্নিয়া, কলোরাডো,কানেক্টিকাট, ডেলাওয়ারা, ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া, হাওয়াই, ইলিনোইস,মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস-সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে।