বিজেপির উত্থানে ভয় পেয়ে কংগ্রেস সম্পর্কে সুর বদল মমতার, দাবি অধীরের

বিজেপির উত্থানে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্যই তিনি কংগ্রেস সম্পর্কে সুর বদলাচ্ছেন । এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর । পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্তের জন্যও মুখ্যমন্ত্রীকেই দুষেছেন বহরমপুরের সাংসদ । তাঁর মতে,বিধানসভা নির্বাচনে রাজ্য পালাবদল ঘটলেও,তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি । ভোটারদের একটা বড় অংশ তাই বিজেপির দিকে ঝুঁকছেন । তবে খুব শিগগিরই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের মোহভঙ্গ হবে বলে আশাবাদী অধীর চৌধুরী ।

Updated By: Jun 23, 2014, 08:30 PM IST

বিজেপির উত্থানে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্যই তিনি কংগ্রেস সম্পর্কে সুর বদলাচ্ছেন । এমনটাই দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর । পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্তের জন্যও মুখ্যমন্ত্রীকেই দুষেছেন বহরমপুরের সাংসদ । তাঁর মতে,বিধানসভা নির্বাচনে রাজ্য পালাবদল ঘটলেও,তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি । ভোটারদের একটা বড় অংশ তাই বিজেপির দিকে ঝুঁকছেন । তবে খুব শিগগিরই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের মোহভঙ্গ হবে বলে আশাবাদী অধীর চৌধুরী ।

লোকসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়ে নতুন করে পর্যালোচনায় বসেছে কংগ্রেস । সোমবার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এ কে অ্যান্টনি । কী কারণে এমন পরিণতি,তার রিপোর্ট চেয়েছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব ।

এবারের ভোটে পদ্ম ফুটেছে রাজ্যের বহু অঞ্চলে । মোদী-ঝড়ে উড়ে গিয়েছেন হেভিওয়েট প্রার্থী । চিন্তার ভাঁজ শাসকদল তৃণমূল কংগ্রেসের কপালেও । বিজেপির শক্তিবৃদ্ধিই মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে সুর নরম করতে বাধ্য করেছে বলে মনে করছেন অধীররঞ্জন চৌধুরী ।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তুঙ্গ জনপ্রিয়তা বেশিদিন টিঁকবে না বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর দাবি, রেলের ভাড়াবৃদ্ধির মতো অপ্রিয় সিদ্ধান্ত মানুষের মোহভঙ্গ ঘটাবে । এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন অধীর চৌধুরী ।

প্রদীপ ঘোষের মতো কিছু নেতা ইদানিং বিজেপিতে যোগ দিয়েছেন । তবে সে বিষয়টিকে আমল দিতে রাজি নন অধীর চৌধুরী । তাঁর মতে,এধরণের নেতারা দল ছাড়লে আদতে কংগ্রেসেরই লাভ ।

.