হাওড়ায় ছিনতাইবাজি
দুপুর আড়াইটা। হাওড়ার জমজমাট চারাবাগান এলাকা। এলাকায় একটি বিয়েবাড়ির গায়ে হলুদ অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি ফিরছিলেন ঝুম্পা দত্তা ও আরও দুই মহিলা। গল্প করতে করতে রাস্তায় হাটছিলেন। এমন সময় হামলা চালায় তিন বাইক আরোহী। তিনজনের মাথায় হেলমেট। ঝুম্পা দত্তের গলার হারে হাঁচকা টান মারে এক বাইক আরোহী। আচমকা হামলায় দিশেহারা ঝুম্পা দত্ত দুষ্কৃতীর হাত ধরে ফেলে। রুখে দাড়ায় অন্য মহিলারাও। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
ওয়েব ডেস্ক: দুপুর আড়াইটা। হাওড়ার জমজমাট চারাবাগান এলাকা। এলাকায় একটি বিয়েবাড়ির গায়ে হলুদ অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি ফিরছিলেন ঝুম্পা দত্তা ও আরও দুই মহিলা। গল্প করতে করতে রাস্তায় হাটছিলেন। এমন সময় হামলা চালায় তিন বাইক আরোহী। তিনজনের মাথায় হেলমেট। ঝুম্পা দত্তের গলার হারে হাঁচকা টান মারে এক বাইক আরোহী। আচমকা হামলায় দিশেহারা ঝুম্পা দত্ত দুষ্কৃতীর হাত ধরে ফেলে। রুখে দাড়ায় অন্য মহিলারাও। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- নোবেল চুরির তদন্তে বড়সড় অগ্রগতি
স্থানীয় বাসিন্দাদের একজন প্রায় ধরে ফেলেন এক দুষ্কৃতীকে। নিজেদের বাঁচাতে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক দেখে দুটি পিস্তল ফেলে পাশের গলি দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চ্যাটার্জীহাটের চারাবাগান এলাকায় ছিনতাইবাজরা এরকম হামলা চালাতে পারে ভাবতেই পারছেন না স্থানীয় বাসিন্দারা। জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে ছিনতাইবাজদের এরকম হামলায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।