বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়,আরামবাগ মডেলই বিধানসভা নির্বাচন চায় তৃণমূল চেয়ারম্যান
বিনা ভোটে পুরসভা পকেটে পোরার কথা জানা হয়ে গিয়েছিল গতকালই। আজ রিটার্নিং অফিসারের কাছ থেকে মিলে গেল জয়ের সার্টিফিকেটও। সার্টিফিকেট হাতে পুরসভার বিদায়ী চেয়ারম্যান বলে দিলেন, বিধানসভা ভোটেও চলবে আরামবাগ মডেল।
ওয়েব ডেস্ক: বিনা ভোটে পুরসভা পকেটে পোরার কথা জানা হয়ে গিয়েছিল গতকালই। আজ রিটার্নিং অফিসারের কাছ থেকে মিলে গেল জয়ের সার্টিফিকেটও। সার্টিফিকেট হাতে পুরসভার বিদায়ী চেয়ারম্যান বলে দিলেন, বিধানসভা ভোটেও চলবে আরামবাগ মডেল।
আরামবাগের১ ৯ টি ওয়ার্ডের মধ্যে ষোলটিতে তৃণমূল ছাড়া অন্য কেউ প্রার্থী দিতে পারেনি।
১৬ টি ওয়ার্ডে অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আরামবাগ পুরসভায় ভোটের আগেই ফুটেছে ঘাসফুল। রবিবার ছুটির দিনে মহকুমাশাসকের কাছ থেকে মিলে গেল ১৬ টি ছাপানো সার্টিফিকেটও। মহকুমাশাসকের অফিস থেকে বেরিয়ে পুরসভার বিদায়ী চেয়ারম্যান বলে দিলেন বিধানসভা নির্বাচনেও চলবে আরামবাগ মডেল।
আরামবাগের মতো তারকেশ্বর, গয়েশপুরও ভোট ছাড়াই দখল করেছে তৃণমূল। বিধানসভা ভোটেও কী এই তিন পুরসভাকে মডেল করে এগোনোর কথা ভাবছে শাসকদল? যেমন বলছেন, আরামবাগের বিদায়ী চেয়ারম্যান।