কলকাতায় বজ্র আঁটুনি, জেলায় কি ফস্কা গেরো?

কলকাতায় বজ্র আঁটুনি, জেলায় কি ফস্কা গেরো? হাওড়ায় নির্বাচন কমিশনের দফতর, মোটর ভেহিক্যালস, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসকের দফতরে উপস্থিতির হার খুবই সামান্য। সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে দেখা গেল প্রায় হাতে গোনা উপস্থিতি। বেশিরভাগ চেয়ারই ফাঁকা। দেখা মেলেনি বেশ কয়েকজন অতিরিক্ত জেলাশাসকেরও।

Updated By: Jul 20, 2016, 04:42 PM IST
কলকাতায় বজ্র আঁটুনি, জেলায় কি ফস্কা গেরো?

ওয়েব ডেস্ক: কলকাতায় বজ্র আঁটুনি, জেলায় কি ফস্কা গেরো? হাওড়ায় নির্বাচন কমিশনের দফতর, মোটর ভেহিক্যালস, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসকের দফতরে উপস্থিতির হার খুবই সামান্য। সকাল দশটা থেকে সোয়া দশটার মধ্যে দেখা গেল প্রায় হাতে গোনা উপস্থিতি। বেশিরভাগ চেয়ারই ফাঁকা। দেখা মেলেনি বেশ কয়েকজন অতিরিক্ত জেলাশাসকেরও।

একই ছবি উত্তর দিনাজপুরেও। নির্ধারিত সময়ে সরকারি দফতরগুলিতে হাজিরা মাত্র ৫ শতাংশ। হাজিরা খাতায় লালকালির দাগ যারা দেবেন, সময় গড়িয়ে গেলেও দেখা মেলেনি সেই আধিকারিকদেরই। তবে দুই জেলার এমন ছবি হলেও উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরের চিত্র কিন্তু ভিন্ন। সেখানে নির্ধারিত সময়ে হাজিরা প্রায় ৮০ শতাংশ।

.