বাঁকুড়া, দাসপুরে জিতলেও ব্যবধান কমল তৃণমূলের

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্র দুটি দখলে রাখলেও ব্যাপক ব্যবধান কমল তৃণমূলের। বাঁকুড়ায় ব্যবধান কমে অর্ধেক হয়েছে। দাসপুরেও ব্যবধান কমেছে প্রায় ৬ হাজার।

Updated By: Jun 15, 2012, 09:14 AM IST

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের দাসপুর বিধানসভা কেন্দ্র দুটি দখলে রাখলেও ব্যাপক ব্যবধান কমল তৃণমূলের। বাঁকুড়ায় ব্যবধান কমে অর্ধেক হয়েছে। দাসপুরেও ব্যবধান কমেছে প্রায় ৬ হাজার।
বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনতি মিশ্র। বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে  ১৫,১৩৯ ভোটে পরাজিত করেছেন তিনি। বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয় গত ১২ জুন। গত নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে কাশীনাথ মিশ্র প্রায় ২৯,০৯০ ভোটে হারিয়ে ছিলেন সিপিআইএমের প্রতীক মুখার্জিকে।
দাসপুর বিধানসভা কেন্দ্রও দখলে রাখল তৃণমূল। সিপিআইএম প্রার্থী সমর মুখার্জিকে ১৮,৯১৯ ভোটে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থী মমতা ভুঁইঞা। তৃণমূল বিধায়ক অজিত ভুঁইঞার মৃত্যুর পর এই কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। দাসপুরে গত নির্বাচনে তৃণমূলের অজিত ভুঁইঞা ২৪,৯২৭ ভোটে হারিয়েছিলেন সিপিআইএমের সুনীল অধিকারীকে।
 

.