প্রবল ঝড়ে ধুবুলিয়ায় ডুবল যাত্রী বোঝাই নৌকা, উদ্ধার ৩টি দেহ
প্রবল ঝড়ে ধুবুলিয়ার জলঙ্গীতে ডুবে গেল যাত্রী বোঝাই নৌকা। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ নদীয়ার চাপড়া ও ধুবুলিয়া থানার সীমান্তে তিলকপুর ঘাটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছোয় চাপড়া ও ধুবুলিয়া থানার পুলিস। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/default_images/placeholder_image_bengali.jpg)
ওয়েব ডেস্ক: প্রবল ঝড়ে ধুবুলিয়ার জলঙ্গীতে ডুবে গেল যাত্রী বোঝাই নৌকা। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ নদীয়ার চাপড়া ও ধুবুলিয়া থানার সীমান্তে তিলকপুর ঘাটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছোয় চাপড়া ও ধুবুলিয়া থানার পুলিস। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
প্রশাসনিক সূত্রের খবর এখনও পর্যন্ত জীবিত অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকালে আরও তিনটি দেহ উদ্ধার হয়। মৃতের মধ্যে রয়েছেন নৌকার এক মাঝি ও দুই যাত্রী। আট থেকে নয়জন যাত্রী কোনওক্রমে সাঁতরে নদীর পাড়ে আসেন। এখনও উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।