নিষ্পাপ প্রেমের নির্মম পরিণতি, সালিশি সভায় খুন প্রেমিক কিশোর
একটি নির্মম হত্যা বদলে দিয়েছে সবকিছু। ইদের আনন্দ, বদলে গেছে আর্তনাদে। বাঁকুড়ায় সালিশি সভায় কিশোর খুনের ঘটনায়, এখনও থমথমে খয়েরবনি গ্রাম। কান পাতলেই কান্নার আওয়াজ। দোষীদের ফাঁসির দাবি। এই হত্যাকাণ্ডে এক জন গ্রেফতার হলেও, বাকিরা এখনও অধরা।
ব্যুরো: একটি নির্মম হত্যা বদলে দিয়েছে সবকিছু। ইদের আনন্দ, বদলে গেছে আর্তনাদে। বাঁকুড়ায় সালিশি সভায় কিশোর খুনের ঘটনায়, এখনও থমথমে খয়েরবনি গ্রাম। কান পাতলেই কান্নার আওয়াজ। দোষীদের ফাঁসির দাবি। এই হত্যাকাণ্ডে এক জন গ্রেফতার হলেও, বাকিরা এখনও অধরা।
কিশোর প্রেম। খাতার পাতায় কোথাও এককোণে লেখা লাভ ইজ লাইফ। কিংবা গোটা পাতা জুড়ে প্রেম নিবেদন।
কোথাও আবার, প্রেমিকার চিঠিতে ধরা পড়েছে ভয়। পালিয়ে যাওয়ার চিন্তা। ধরা পড়লে খুন হয়ে যাওয়ার আশঙ্কা।
তাই তো হল শেষপর্যন্ত। প্রেমের মাশুল দিয়ে অকালে প্রাণ দিল একাদশ শ্রেণির ছাত্র শেখ মোমিন আলি। সালিশি সভায় ডেকে এনে, ভোজালির কোপে তাকে শেষ করে দেওয়া হল।
মেয়ের পরিবারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে খয়েরবনি। উত্সবের দিনেও সেখানে অন্ধকার। এদিন দফায় দফায় প্রতিবাদ মিছিল হয়েছে।এলাকায় উত্তেজনা থাকায় পুলিস মোতায়েন রাখা হয়েছে।
শুক্রবার গ্রেফতার করা হয়েছে নিহতের প্রেমিকার মা, নাসিমা বিবিকে। হত্যাকাণ্ডে জড়িত তিনিও। দাবি গ্রামবাসীদের। যদিও ধৃতের বক্তব্য, তিনি নির্দোষ।