শিল্প থেকে আইন শৃঙ্খলা, সরকারের সমালোচনায় বুদ্ধদেব
রাজ্যের সর্বত্র ভাঙরের কায়দায় পরিকল্পিত আক্রমণ নামছে বিরোধীদের ওপর। দমদমের কালিন্দির জনসভায় সরকারকে এ ভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শাসকদলের প্রশ্রয়েই মদত পাচ্ছে হামলাকারীরা। সরকারি খরচে দেদার বিজ্ঞাপণ এবং একের পর এক উত্সব নিয়েও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
রাজ্যের সর্বত্র ভাঙরের কায়দায় পরিকল্পিত আক্রমণ নামছে বিরোধীদের ওপর। দমদমের কালিন্দির জনসভায় সরকারকে এ ভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শাসকদলের প্রশ্রয়েই মদত পাচ্ছে হামলাকারীরা। সরকারি খরচে দেদার বিজ্ঞাপণ এবং একের পর এক উত্সব নিয়েও সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই সরগরম রাজ্যের রাজনীতি। এবারে সেই ইস্যুতে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অভিযোগ করলেন, শাসকদলের প্রশ্রয়েই রাজ্যে বাড়বাড়ন্ত সমাজবিরোধীদের। বুদ্ধদেব ভট্টাচার্যের অভিযোগ, "কেবল মিথ্যে প্রতিশ্রুতিই দিচ্ছে সরকার।" সরকারি খরচে দেদার বিজ্ঞাপণ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজ্যে শিল্পায়ন নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, "সরকারের নীতির ফলেই এ রাজ্য থেকে অন্যত্র চলে যাচ্ছে শিল্প।" সরকারের জমিনীতিকেও কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেই রবিবারের সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএমের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতম দেব। ফেব্রুয়ারিতে দু'দিনের দেশজোড়া ধর্মঘটের আগে বেশ কয়েকটি জনসভার কর্মসূচি রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের। কালিন্দির পর সোমবারই ফের জনসভা রাজারহাটে। সেই সমাবেশেও গৌতম দেবের সঙ্গে বক্তব্য রাখবেন প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য।