প্রজাপতিদের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা

কমপক্ষে চারশ রকমের প্রজাপতি রয়েছে বক্সার জঙ্গলে। সেই প্রজাপতিদের সংরক্ষণের জন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা। রাজাভাতখাওয়ার জঙ্গলে তৈরি হবে প্রজাপতিদের জন্য সংরক্ষিত এলাকা। বক্সার জঙ্গলে রয়েছে এমনই নানা রঙের নানা আকারের প্রজাপতি। প্রায় চারশ প্রজাতির প্রজাপতি রয়েছে এই জঙ্গলে। এবার এই প্রজাপতিদের সংরক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে বন দফতর। নেওয়া হচ্ছে বিশেষ সংরক্ষণ এলাকা গড়ে তোলার পরিকল্পনা। রাজভাত খাওয়ায় প্রজাপতি সংরক্ষণরে জন্য বিশেষ অঞ্চলও চিহ্নিত করা হয়েছে। সরকারের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব। রাজ্যের সবুজ সঙ্কেত মিললেই শুরু হয়ে যাবে সংরক্ষিত অঞ্চল তৈরির কাজ। বনকর্তাদের আশা, তিন বছরের মধ্যেই বক্সার জঙ্গলে তৈরি করা যাবে প্রজাপতিদের জন্য বিশেষ সংরক্ষিত অঞ্চল।

Updated By: Jan 13, 2016, 08:49 AM IST
প্রজাপতিদের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা

ওয়েব ডেস্ক: কমপক্ষে চারশ রকমের প্রজাপতি রয়েছে বক্সার জঙ্গলে। সেই প্রজাপতিদের সংরক্ষণের জন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা। রাজাভাতখাওয়ার জঙ্গলে তৈরি হবে প্রজাপতিদের জন্য সংরক্ষিত এলাকা। বক্সার জঙ্গলে রয়েছে এমনই নানা রঙের নানা আকারের প্রজাপতি। প্রায় চারশ প্রজাতির প্রজাপতি রয়েছে এই জঙ্গলে। এবার এই প্রজাপতিদের সংরক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে বন দফতর। নেওয়া হচ্ছে বিশেষ সংরক্ষণ এলাকা গড়ে তোলার পরিকল্পনা। রাজভাত খাওয়ায় প্রজাপতি সংরক্ষণরে জন্য বিশেষ অঞ্চলও চিহ্নিত করা হয়েছে। সরকারের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব। রাজ্যের সবুজ সঙ্কেত মিললেই শুরু হয়ে যাবে সংরক্ষিত অঞ্চল তৈরির কাজ। বনকর্তাদের আশা, তিন বছরের মধ্যেই বক্সার জঙ্গলে তৈরি করা যাবে প্রজাপতিদের জন্য বিশেষ সংরক্ষিত অঞ্চল।

 

.