ঘাতক গাড়ি পিষে দিল সাতজনকে, মৃত্যু চার ছাত্রী, দুই ছাত্রের
রসপুঞ্জে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পিষেদিল ছাত্র ছাত্রী সহ এক অভিভাবককে। মৃত্যু হল সাতজনের। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ বাসিন্দাদের। অবরোধ ওঠাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করল পুলিস।
ব্যুরো: রসপুঞ্জে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পিষেদিল ছাত্র ছাত্রী সহ এক অভিভাবককে। মৃত্যু হল সাতজনের। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ বাসিন্দাদের। অবরোধ ওঠাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করল পুলিস।
#Breaking: Car runs over pedestrians in Bengal's South 24 pgs district, killing 7 and injuring 7 others @dna pic.twitter.com/gFHjMfmtUo
— Pooja Mehta (@pooja_news) January 16, 2017
জ্ঞানদাময়ী গার্লস স্কুল আর রসপুঞ্জ বয়েজ স্কুলে তখন সবে মাত্র ছুটি হয়েছে। বাকরাহাট রোডের ধারে স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আচমকাই উল্টোদিকের পেট্রল পাম্প থেকে ছুটে এল একটি বড় গাড়ি। নিমেষের মধ্যে পিষে দিল সাতজনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার ছাত্রী, দুই ছাত্র ও এক অভিভাবকের।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গাড়িতে ছিল চার পাঁচজন। ঘটনার পরই তারা পালিয়ে যায়। ভাঙচুর চলে গাড়িটিতে। ক্ষুব্ধ বাসিন্দারা দোষীদের ধরার দাবিতে পথ অবরোধ করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিস। উত্তেজিত জনতা ইট ছোঁড়েন পুলিসের দিকে। ঘণ্টা দুয়েক পর কমে উত্তেজনা। ওঠে অবরোধ।