লামাহাট্টায় মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় গড়ে উঠছে পর্যটনকেন্দ্র
মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠল দার্জিলিংয়ের লামাহাট্টায়। কালিম্পং যাওয়ার পথে ওই এলাকাটি দেখেই পর্যটনকেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বনদফতরের উদ্যোগে ওই এলাকায় চালু হল নতুন হোম ট্যুরিজম।
মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠল দার্জিলিংয়ের লামাহাট্টায়। কালিম্পং যাওয়ার পথে ওই এলাকাটি দেখেই পর্যটনকেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত বনদফতরের উদ্যোগে ওই এলাকায় চালু হল নতুন হোম ট্যুরিজম।
জানা গিয়েছে, পরিকল্পনাটা প্রথম মাথায় এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে। পাহাড়ের গায়ে লামাহাট্টা এলাকায় টুরিস্ট স্পট গড়ে তোলার ইচ্ছেটা জানিয়েছিলেন প্রকাশ্যেই। অবশেষে বনদফতরের উদ্যোগে শুরু হল সেই নতুন পর্যটন কেন্দ্র। পর্যটকদের আনাগোনা বাড়লে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। সরকারের এই উদ্যোগে তাই খুশি বাসিন্দারা।
নতুন জায়গাটিতে এসে খুশি পর্যটকেরাও। দার্জিলিং থেকে ২০ কিলোমিটার দূরের এই এলাকায় আপাতত শুরু হয়েছে হোম টুরিজম। মুখ্যমন্ত্রীর নির্দেশে বনদফতর একটি পার্ক তৈরি করেছে। রয়েছে বনদফতরের তাঁবুর ব্যবস্থাও। তবে পর্যটকেরা চাইলে এলাকার বাসিন্দাদের কাছ থেকে ঘর ভাড়া নিয়েও থাকতে পারবেন। দার্জিলিংয়ের হই হট্টোগোল থেকে সামান্য দূরেই তারা পাবেন পাইন বনের নিস্তব্ধতা। সঙ্গে বাড়তি পাওনা কাঞ্চনজঙ্ঘা হাতছানি।