রাস্তার উপর পড়ে স্টোনচিপস, ট্রেকার পিষে দিল শিশুকে

দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে পথদুর্ঘটনা। মৃত্যু হল বছর ছয়েকের একটি শিশুর। আজ সকালে ঘুড়ি কিনতে গিয়েছিল গৌরহরি হালদার নামে ওই শিশুটি। জামতলার কাছে রাস্তায় ফেলে রাখা স্টোনচিপসের ওপর দাঁড়িয়েছিল সে। আচমকাই জয়নগরের দিক থেকে আসা একটি ট্রেকার স্টোনচিপসের ওপর উঠে পড়ে। শিশুটিকে চাপা দেয়।

Updated By: Dec 8, 2016, 04:11 PM IST

ওয়েব ডেস্ক : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে পথদুর্ঘটনা। মৃত্যু হল বছর ছয়েকের একটি শিশুর। আজ সকালে ঘুড়ি কিনতে গিয়েছিল গৌরহরি হালদার নামে ওই শিশুটি। জামতলার কাছে রাস্তায় ফেলে রাখা স্টোনচিপসের ওপর দাঁড়িয়েছিল সে। আচমকাই জয়নগরের দিক থেকে আসা একটি ট্রেকার স্টোনচিপসের ওপর উঠে পড়ে। শিশুটিকে চাপা দেয়।

হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা গৌরহরিকে মৃত ঘোষণা করেন। শিশুর দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় বাসিন্দারা।  তাঁদের অভিযোগ, বলা সত্বেও ইমারত ব্যবসায়ীরা রাস্তায় স্টোন চিপস থেকে বালি, সিমেন্ট ফেলে রাখে। এর জেরেই বারবার ঘটছে দুর্ঘটনা। ব্যবসায়ীদের সাহায্য করার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে।

আরও পড়ুন, ভয়াবহ আগুন হাওড়ার ফোরশোর রোডে

.