২৪ঘণ্টার খবরের জেরে মায়ের কোলে ফিরল সদ্যোজাত শিশু

অভাবের তাড়নায় পনেরো দিনের সদ্যোজাতকে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন মা গৌরী দাস। চব্বিশ ঘণ্টার খবরের জেরে জলপাইগুড়ি স্টেশন লাগোয়া সুন্দরপাড়ার এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল প্রশাসনিক মহলেও। অবশেষে কয়েকটি বেসরকারি সংস্থার সাহায্যের আশ্বাস পেয়ে সন্তানকে ফিরিয়ে নিলেন মা। গৌরী দাসের লিখিত আবেদনের ভিত্তিতে গতকাল সন্তানকে তাঁর কাছে ফিরিয়ে দেয় জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি।

Updated By: Jun 11, 2014, 10:51 AM IST

অভাবের তাড়নায় পনেরো দিনের সদ্যোজাতকে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলেন মা গৌরী দাস। চব্বিশ ঘণ্টার খবরের জেরে জলপাইগুড়ি স্টেশন লাগোয়া সুন্দরপাড়ার এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল প্রশাসনিক মহলেও। অবশেষে কয়েকটি বেসরকারি সংস্থার সাহায্যের আশ্বাস পেয়ে সন্তানকে ফিরিয়ে নিলেন মা। গৌরী দাসের লিখিত আবেদনের ভিত্তিতে গতকাল সন্তানকে তাঁর কাছে ফিরিয়ে দেয় জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি।

২৫ মে চব্বিশ ঘণ্টায় সম্প্রচারিত হয় সাম্প্রতিককালের অন্যতম চাঞ্চল্যকর খবর। অভাবের তাড়নায় পনেরো দিনের সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছেন মা। রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন জলপাইগুড়ি স্টেশন লাগোয়া সুন্দরপাড়ার বাসিন্দা গৌরী দাস। স্বামী পলাশ দাস স্ত্রীকে সন্তান সম্ভবা অবস্থায় ছেড়ে চলে যান। বাড়িতে রয়েছে আরও দুটি কন্যা সন্তান। অভাবের সংসারে আরও এক সন্তানকে কী করে ভরণপোষণ করবেন তা ভেবেই নিঃসন্তান এক দম্পতিকে মাত্র ১৩ হাজার টাকায় সদ্যোজাত পুত্র সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন গৌরী দেবী।

চব্বিশ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পর সেই দম্পতির কাছ থেকে সদ্যোজাত সন্তানকে উদ্ধার করে জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি। অবশেষে কয়েকটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে মঙ্গলবার নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য লিখিত আবেদন করেন গৌরী দাস। সদ্যোজাত সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে খুশি জেলা চাইন্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্যরাও। গৌরী দাসের মেয়েদের হোমে রেখে মানুষ করার ব্যাপারেও আশ্বাস দিয়েছে জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটি।

.