গুড়িয়া-কাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি

গুড়িয়া-কাণ্ডে চার্জশিট পেশ করল সিআইডি। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও তথ্য প্রমান লোপাটের অভিযোগ আনা হয়েছে। মূল অভিযুক্ত হোমের সম্পাদক উদয়চাঁদ কুমার। ফরেনসিক রিপোর্ট পাওয়ায় পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে জানা গেছে। গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। গত পয়লা জুলাই এই হোমের আবাসিক গুড়িয়া নিহত হন। তারও পাঁচদিন আগে তাঁর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এই গুড়িয়াকে খুনের আগে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত গুড়িয়াকে মাটিতেও পুঁতে দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার খবরের জেরে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তদন্তে নেমেছিল সিআইডি। সেই তদন্ত শেষেই এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

Updated By: Oct 8, 2012, 06:36 PM IST

গুড়িয়া-কাণ্ডে চুঁচুড়া আদালতে চার্জশিট পেশ করল সিআইডি। ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র ও তথ্য প্রমান লোপাটের অভিযোগ আনা হয়েছে। মূল অভিযুক্ত হোমের সম্পাদক উদয়চাঁদ কুমার। ফরেনসিক রিপোর্ট পাওয়ায় পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে বলে জানা গেছে। গুড়াপের দুলাল স্মৃতি সংসদ হোমের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। গত পয়লা জুলাই এই হোমের আবাসিক গুড়িয়া নিহত হন। তারও পাঁচদিন আগে তাঁর মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এই গুড়িয়াকে খুনের আগে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত গুড়িয়াকে মাটিতেও পুঁতে দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার খবরের জেরে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। তদন্তে নেমেছিল সিআইডি। সেই তদন্ত শেষেই এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
হোমের সম্পাদক উদয়চাঁদ কুমারের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ১২০ বি ধারায় ষড়যন্ত্রে অভিযুক্ত হিসেবে চার্জশিট পেশ করা হয়। বহিরাগত শ্যামল ঘোষকেও একই ধারায় অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন রঞ্জিত মান্ডি। গুড়িয়ার মৃতদেহ পোঁতার জন্য নিয়োগ করা হয়েছিল দেড়শো টাকায়। রঞ্জিত, কল সারাইয়ের মিস্ত্রি সন্দীপ দাস এবং হোমের গাড়ির চালক সোমনাথ রায়ের বিরুদ্ধে ২০১ ধারায় তথ্য প্রমান লোপাট ও ১২০ বি ধারায় ষড়যন্ত্রে অভিযুক্ত হিসেব চার্জশিট পেশ করা হয়।
এছাড়াও আরও ছজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিআইডি। তাদের মধ্যে রয়েছে হোমের পরিচালন সমিতির সদস্য ও কোষাধক্ষ্য। তবে গুড়িয়া নিহত হওয়ার আগে তাঁকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা এখনও জানা যায়নি। কারণ, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসেনি। এই রিপোর্টগুলি এলে ফের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে জানা গেছে।

.