ঝাড়গ্রামে সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

ঝাড়গ্রামে সিআরপিএফের ক্যাম্পে অস্বাভাবিক মৃত্যু হল এক জওয়ানের। বিলাল আহমেদ নামে ওই জওয়ান কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। কয়েক মাস আগেই ঝাড়গ্রামে বদলি হয়ে এসেছিলেন তিনি। সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন বিলাল আহমেদ।

Updated By: Oct 8, 2012, 12:57 PM IST

ঝাড়গ্রামে সিআরপিএফের ক্যাম্পে অস্বাভাবিক মৃত্যু হল এক জওয়ানের। বিলাল আহমেদ নামে ওই জওয়ান কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা। কয়েক মাস আগেই ঝাড়গ্রামে বদলি হয়ে এসেছিলেন তিনি। সিআরপিএফের ১৮৪ ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন বিলাল আহমেদ। আজ সকালে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে ওই জওয়ানের।
তাঁর শরীরের কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিস। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। গত সপ্তাহে জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন দুই সিআরপিএফ জওয়ান। গোয়ালতোড়ের মেটেলার জঙ্গলে সিআরপিএফের ট্রেনিং ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। নিহত ওই দুই জওয়ানও ১৮৪ ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন।    

.